প্রথম শ্রেণির চাকরি, কম সময়ে পদোন্নতি, বছরে একাধিক ইনসেন্টিভ বোনাস, ইনক্রিমেন্ট—এসব কারণে ব্যাংকের চাকরি অনেকের কাছেই লোভনীয়। প্রার্থী বেশি থাকায় বাছাই পরীক্ষায়ও হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। তাই প্রস্তুতি পর্বটাও সারতে হবে বুঝে-শুনে। পরিকল্পিত, গোছালো প্রস্তুতির জন্য শুরুতেই ঠিক করতে হবে কী কী পড়তে হবে, কতটুকু পড়তে হবে। বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দেশের সব ব্যাংক পরীক্ষায় ভোকাবুলারি নিয়ে প্রশ্ন আসেই। তাছাড়া ইংরেজি বিষয়ের প্রস্তুতির সময় ভোকাবুলারির ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করতে হয়। ভোকাবুলারিতে সবচেয়ে ভালো প্রস্তুতির জন্য বিগত বিভিন্ন ব্যাংক পরীক্ষায় আসা এজাতীয় প্রশ্নগুলো ভালোভাবে পড়তে হবে। সেক্ষেত্রে এই বইটিতে ২০০১ থেকে ২০২৩ পর্যন্ত হয়ে যাওয়া সব ব্যাংক পরীক্ষার ভোকাবুলারি দিয়ে সাজানো। যা অনুশীলন করলে ব্যাংক পরীক্ষায় ভোকাবুলারি অংশে সর্বোচ্চ প্রস্তুতি নেয়া সম্ভব। ব্যাংক ভোকাবুলারি এবং ইংরেজিতে দক্ষ হতে সবার জন্য আদর্শ বই।
Effective book for enriching vocabulary.
Read all reviews on the Boitoi app
❤️❤️