কূর্মিটোলা থেকে নারায়ণগড়।এই গ্রামটি বিখ্যাত দুটি প্রাসাদকে ঘিরে। রমনীবালা এবং রমনীলীলা। লোকমুখে শোনা যায় এই প্রাসাদে কেউ একবার আসলে তার ফিরতে দুই/তিনদিন লেগে যায়।সে ফেরত এসে বলতে পারেনা সে কোথায় আটকে গিয়েছিল কিন্তু গ্রামে প্রহর এসে এই প্রাসাদে ঠিকই ঢুকেছে! একদিনের মাথায় বের ও হতে পেরেছে।তবে বাকিদের মাঝে আর প্রহরের মাঝে কিসের তফাৎ! এই দুটি প্রাসাদের রহস্যই বা কি! কাহিনীতে আমরা যা দেখছি তার সবই অবাস্তব অথচ দাদু বলেছিলেন এগুলো অবাস্তব হলেও কাল্পনিক নয়! শেষে এসে বুঝতে পারলাম আসলে আমরাই গোলকধাঁধায় ঢুকে পড়েছিলাম,ঠিক বুঝতে পারিনি। শেষ প্রহর আমাদের বুঝিয়ে দিলো।। কি বুঝিয়ে দিলো???আদৌ কি রহস্যের শেষ হয়েছিল!নাকি এখান থেকে শুরু হলো আবার নতুন রহস্য!
এই প্রথম কোনো হরর গল্প পড়লাম।😒 কিন্তু গল্পটা অসাধারণ সুন্দর হইছে লাপি।এতো এতো গোলকধাঁধা! 😩 কিন্তু সব শেষে, সব রহস্য পড়েছি আমি।😌 সবকিছু কেমন ভ্রম ছিল! অসাধারণ। ভালোবাসা নিও। 😘 রেটিং : ৫/৫ আহানা🥀🤍
Read all reviews on the Boitoi app
Vhuter golpo mone hoisilo first e..kichu vouthik bepar ache taw voi lage ni..kintu thriller + onk excitement kaj korsilo.. Joto porsilam totoi agroho barse.. Last porjonto blbo onk shundor chilo golpo ta
অসাধার
'এটা কোনো সিনেমা নয়! এটা বাস্তবতা ও নয়।সিনেমা এবং বাস্তবতার বাহিরে অন্য একটি কাহিনী থাকে যেটা ইতিহাস হয়ে গড়ে উঠে।ইতিহাস কখনও মিথ্যে হয়না। এই প্রাসাদে সব কিছু সত্যি কিন্তু তা বাস্তব না।যা দেখছো সব সত্যি কিন্তু তার সবই অবাস্তব! কোনোটাই কাল্পনিক না!'
আপনে আমার কাছে সব সময় সেরা। যতই বলি ততই কম হবে ম্যাডাম। ,'টুমি আমাদের হকলকে মারি ফেলবা?' এ কথাটাই অনেক ইমোশনাল হয়ে গেছিলাম। বিচ্ছেদের কষ্ট আরেকটু হলে ভাল হতো।
🥲horror story lage nei emotional chilo and onek curiosity kaj korchilo.... Overall onek sundor akta uponnash❤❤❤❤
খুব সুন্দর ও ভালো লাগার মতন একটি গলপো 💖শেষ প্রহর 💖।আফনান লারার ভিন্ন ধরনের গলপো ছিল এটি। পড়ে খুব ভালো লাগলো। যারা পড়বেন তাদের ও ভালো লাগবে। আফনান লারার ফেসবুকে তার লেখা প্রায় সব গলপোই পড়েছি আর পড়ি। খুব সুন্দর লিখেন তিনি। লেখার ধরন ও খুব সুন্দর। 💖শেষ প্রহর💖 গলপোটি বেশ রহস্য ছিল। তার লেখা সব গলপের মধ্যে অন্য রকমের গলপো এটি। গলপের প্রতিটি লাইন ছিল রহস্যময় ও আকর্ষণীয়। এরকম আরো সুন্দর সুন্দর গলপো আমাদের উপহার দেবেন আশা করি। শুভকামনা রইলো আপনার জন্য। এরকম আর সুন্দর ও রহস্যময় গলপো দেবার জন্য।💖💖💖
অসাধারণ একটা গল্প।এক টানা গল্পটা পড়ে শেষ করলাম।খুবই ভালো লেগেছে।
গল্পটা এতটাই ভালো লেগেছে যা বলার মতো না। লারা আপুর প্রথম গল্প পড়া প্রেমের পাঁচফোড়ন ১ থেকে। অবশ্য সব গল্প পড়া হয়নি। কিন্তু যেগুলো পড়েছি এত ভালো লেগেছে। এই গল্পটা যে হরর গল্প এটা আমার মনেই হয়নি। আমি সকলের মতো লারা আপুর একজন ফ্যান 🥰 ভালোবাসা লারা আপু তোমার জন্য আমাদেরকে এমন সুন্দর সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। সামনে আরও অনেক গল্প চাই। Love you lara apu,🤍🌸
অসাধারণ একটি গল্প। গল্পটি পড়ে গোলক ধাঁধায় পড়ে গেছি, সাথে ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। মনষা বাড়ির প্রেতাত্না লেখিকার মধ্যে ভর করার ফলে এমন ভয়ানক গল্প মাথায় আসে বলে আমার ধারনা।