ওয়াজিব তাওবা হলো যা কোনো হারাম কাজ হয়ে গেলে এবং কোনো ওয়াজিব পরিত্যাগ করার কারণে করা হয়। আর মুস্তাহাব তাওবা হলো যা মাকরুহ কাজ হয়ে গেলে এবং মুস্তাহাব পরিত্যাগ করলে করা হয়। সুতরাং যে ব্যক্তি প্রথম প্রকারের উপর যথেষ্ট করলো সে মধ্যপন্থী নেককারদের অন্তর্ভুক্ত হলো। আর যে ব্যক্তি উভয় প্রকারের তাওবা করলো সে নৈকট্যশীল তথা নেককাজে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হলো। আর যে ব্যক্তি প্রথম প্রকার তাওবা করলো না সে জালেমদের অন্তর্ভুক্ত। হয়ত সে কাফের নয়ত ফাসেক-পাপী।