শিশুসাহিত্যিক সেলিনা হোসেনের মোট ১১ টি গল্প নিয়ে তৈরি করা হয়েছে 'নির্বাচিত কিশোর গল্প' বইটি। বইটিতে সব বয়সীদের উপযোগী করে লেখা গল্পগুলো স্থান পেয়েছে। ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহযোগিতা করবে এ গল্পগুলো। কারণ এতে রয়েছে আমাদের প্রিয় দেশ, জাতি, সংস্কৃতি, মুক্তিযুদ্ধ সম্পর্কে বিষদ আলোচনা। পাঠকবর্ণ বিশেষ করে কিশোর-কিশোরীরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারবে এ তো তাকে নিয়েই লেখা গল্প। শহর এবং গ্রাম উভয় পটভুমিকার লেখা গল্প রয়েছে বইটিতে। তাতে করে শহরে ছোটমণিরা জানতে পারবে শহর সম্পর্কে। সমাজের একেবারেই অধিকারবঞ্চিত শিশু-কিশোররাও যে চেষ্টা করলে অনেক বড় কিছু একটা করতে পারে তার বিবরণ রয়েছে এ বইয়ের গল্পে।