পদ্মজা বাড়ি ফিরে দেখে, গেটের পাশে অজ্ঞান হয়ে পড়ে আছে তারিকুল। তার মাথা থেকে রক্ত বের হচ্ছে। সে ড্রাইভারকে নিয়ে দ্রুত গাড়ি থেকে নামল। উৎকণ্ঠায় তারিকুলকে ডাকল, "তারিকুল ভাই? শুনছেন? তারিকুল ভাই!" ড্রাইভার তারিকুলের গালে থাপ্পড় দিয়েও যখন সাড়া পেল না, তখন বলল, "পানি লাগবে, ম্যাডাম।" পানি আনার জন্য বাড়ির ভেতর ঢুকে আঁতকে উঠল পদ্মজা। মেঝেতে ছড়িয়ে আছে কাচের অসংখ্য টুকরো। চেয়ার, টেবিল, সোফা, আলমারি—সব জিনিসপত্র এলোমেলো হয়ে আছে। কেউ তার গুছানো সংসারকে তছনছ করে দিয়েছে! পাশের দেয়ালে লাল রঙ দিয়ে কেউ লিখে রেখেছে: "মরবে।" পদ্মজা আতঙ্কে দ্রুত আমিরের কাছে টেলিফোন করল, "হ্যালো... হ্যালো! এখানে তাণ্ডব ঘটে গেছে।" ওপাশ থেকে রুদ্ধশ্বাস কণ্ঠ ভেসে এলো, "কী হয়েছে?" "বাড়িতে কেউ হামলা করেছিল। সব জিনিসপত্র চুরমার করে ফেলেছে। আপনি দ্রুত আসুন।"
"অসাধারণের থেকেও বেশি কিছু 🤍🖤। সব অপরাধ,অন্যায়, অবিচারের উর্ধ্বে ছিল কালাচাঁদ আর পদ্মফুলের ভালোবাসা। পদ্মজা ছিল আমিরের অন্ধকার রাজ্যের এক টুকরো আলো, হৃদয়ের অন্তঃস্থলের এক প্রস্ফুটিত গোলাপ। আর আমির ছিল পদ্মজার হৃদয়ে বসন্তের মতো।কিন্তু এই বসন্ত এত তাড়াতাড়ি চলে যাবে সেটা কি তাদের দুইজনের কেউ জানতো! পদ্মমিরের কাহিনী আরেকটু দীর্ঘ হলেও পারতো....! এই ষোড়শী পাঠিকার ভালোবাসা নিও ইলমা আপু💝🌹।"
এককথায় অসাধারণ 🥹
Read all reviews on the Boitoi app
মিষ্টি রানী দুষ্টু রাজা কে তার অপকর্মের জন্য শাস্তি দিয়েছে রানী কারাবাসে। শেষ হয়েও হইল না শেষ, অপেক্ষার চূড়ান্ত পর্যায়ে রইলাম।
Asma
Just amazing
চমৎকার
অসাধারণ একটি বই। প্রতি পর্বেই টুইস্ট আছে, খুব রোমাঞ্চকর একটি গল্প। দুই দিনে শেষ করলাম। পদ্মাজা২ এর জন্য অপেক্ষা করছি।
A good book to read
ইন্ট্রেসটিং
অনেক অনেক সুন্দর 🌼🌼🌼💕💕💕
খুব সুন্দর গল্প মনোমুগ্ধকর