গ্রন্থটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের সিলেবাসে রেফারেন্স বুক হিসেবে অন্তর্ভুক্ত। বইটিতে মূল্যবোধের অবক্ষয়ে যুবসমাজ: আমাদের করণীয়, মূল্যবোধের অবক্ষয় ও যুবসমাজ, মূল্যবোধের অবক্ষয় ও নারী নির্যাতন, মাজিক বিপর্যয় হিসেবে সমাজে নারী নির্যাতনের প্রভাব, দুর্নীতি ও নৈতিক মূল্যবোধ, দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরায়, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রধান হাতিয়ার: মানুষের নৈতিক মূল্যবোধের জাগরণ, ইসলামে নৈতিকতার সামাজিক গুরুত্ব, ইসলামি নৈতিক মূল্যবোধের চর্চাই দুর্নীতিমুক্ত সমাজ গঠনের সহায়ক, ইসলামি নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমেই আখলাকে হাসানা বা সুন্দর চরিত্র বিকশিত হয়, মুনাফাখোরী, মজুতদারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভেজাল প্রতিরোধে করণীয়: ইসলামি দৃষ্টিকোণ ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়েছে।