আমার জীবনের স্মরণীয় একটি দিনের কথা। আমরা কয়েকজন বন্ধু একবার মরুভূমিতে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে আমার বন্ধু আবূ খালিদও ছিল। তার দৃষ্টিশক্তি ছিলো খুব দুর্বল। তাই বিভিন্ন কাজে আমরা তাকে সাহায্য করতাম। খাওয়ার সময় খেজুর, কফি ইত্যাদি তার হাতে তুলে দিতাম। সে বারবার নিষেধ করে বলতো, আমিও তোমাদের সঙ্গে কাজ করবো। আমাকেও যে কোনো কাজ দিতে পারো। কিন্তু আমরা তাকে কোনো কাজ দিতাম না। গন্তব্যস্থলে পৌছে আমরা একটি বকরি জবাই করলাম। গোশত কেটে টুকরো টুকরো করে একটি পাত্রে রাখলাম। এরপর আমরা তাবু টানানোসহ বিভিন্ন জরুরি কাজে ব্যস্ত হয়ে পড়লাম। আমাদের পরিকল্পনা ছিল আপাতত অন্যান্য জরুরি কাজগুলো সেরে পরে পাক করবো। তাই গোশতগুলো ডেগচিতে ওভাবেই রেখে দেওয়া হলো।