একটি বন্ধ রুম, রুমের ঠিক মাঝে একটি মেয়ে বসে আছে। তার চুলগুলো ছেড়ে দেওয়া। সব চুল মেয়েটার মুখের ওপর ঢেকে রাখা। মেয়েটির ঠিক পিছনে দাঁড়িয়ে আছে একটি শয়তান। শয়তানের দেহের উচ্চতা বিশাল। পুরো সিলিংয়ে শয়তানের মাথা লেগে আছে। মেয়েটি চুপচাপ নিচের দিকে তাকিয়ে বসে আছে। আউলাঝাউলা চুলে পুরো পাগলের মতো লাগছে। এদিকে পিছনে থাকা শয়তানটার চেহারা ছিলো ভয়ানক। যেনো পুরো মুখ তার পুড়ে গেছে। শয়তান পিছন থেকে মেয়েটির দিকে লোভনীয় দৃষ্টিতে তাকায়। এরপর তার বিকৃতরূপ চেহারাটা নড়ে উঠে। মুহূর্তে শয়তানটা তার মুখ খোলে। একদম রবারের মতো তার মুখটা বড় হতে লাগলো। যেনো মেয়েটি পুরো তার মুখে ঢুকে যাবে। দেখতে দেখতে শয়তান এতো বড় হা করেছে, যা সাধারণ একজন মানুষ দেখলে, ভয়ে সেখানেই মারা যাবে। ধীরে ধীরে শয়তানটা তার মাথা নিচের দিকে নামায়। এরপর মেয়েটির মাথা বরাবর শয়তান তার মুখ এনে একটা লোভনীয় শব্দ ছাড়ে। মেয়েটি যেনো কিছুই জানে না। সে নিস্তেজ হয়ে বসে রইলো। দেখতে দেখতে শয়তান মেয়েটির মাথা তার মুখের ভিতর প্রবেশ করাতে থাকে। মেয়েটির কোনো প্রতিক্রিয়া নেই। আস্তে আস্তে শয়তান মেয়েটিকে গিলতে শুরু করলো।
লেখা চমৎকার, কিন্তু গল্পটা ছোট।
Read all reviews on the Boitoi app
Joss vaiya
অসাধারণ..!!
আপনার লেখা প্রথম কোনো বই কেনা ছিলো এটা।এই গল্পটা পড়ার পর আমি আপনার লেখার একজন নিয়মিত ভক্ত হয়ে গেছি।এখন প্রায় সব গল্পই পড়ে ফেলেছি।শুভ কামনা আপনার জন্য 🙂
অসাধারণ একটা গল্প।খুব ভালো লেগেছে।অন্যান্য হরর গল্পের মধ্যে এই গল্পটাকে টপ লেভেলে রাখা যায় অনায়াসেই এবং সেইরকম ভাবেই ফুটে উঠেছে যা প্রতিটা পার্ট পড়ার মাঝে বুঝা যায়। গল্পের রিয়াজ এর জন্য খারাপ লেগেছে তাঁর পরিবার নষ্ট হওয়া এমনকি শেষ অব্দি মৃত্যু যা কষ্টদায়ক ছিল। যাইহোক লেখক ভাইয়াকে ধন্যবাদ ও অনেক অনেক দোয়া সেইসাথে আরো সুন্দর গল্প আমাদের উপহার দেওয়ার আবদার☺️
Golpota khubi sundor.onek valo lagse
Khob Balo golpo
রাত ৪:৩৫ তারিখ ১২ অক্টোবর ২০২৩ ভয় ও পেয়েছি গল্প টা ও পড়েছি আমার পড়া সেরা ভূতের গল্প ছিল এটি লেখকের তুলনা হয় না অসাধারন লেখনী এগিয়ে যান ভাই🤍
Onek sundor boi aita
খুব ভালো লেগেছে