আনন্দ বাইরে যাবে বলে তৈরি হচ্ছিল। আরশি গোসল করে বের হতেই আনন্দর চোখ চলে গেল সেদিকে। কী স্নিগ্ধ মুখ! ভেজা চুলগুলো ছড়িয়ে আছে পিঠময়। চুল বেয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। সেই পানিতে জামার অনেকটা অংশ ভিজে গেছে। আনন্দ দিন দুনিয়া ভুলে তাকে দেখতে লাগল। উর্বশী চলে যাওয়ার পর আনন্দর বিয়ে করার ইচ্ছাটাই চলে গিয়েছিল। ভেবেছিল কখনোই বিয়ে করবে না। কিন্তু বড়মা অনেক বছর ধরেই চেষ্টা করে যাচ্ছিলেন। প্রতিবারই মেয়ে পছন্দ হয় নি বলে এড়িয়ে যাচ্ছিল আনন্দ। কিন্তু একদিন বড়মা যখন আরশির ছবি দেখাল, তখন মাথাটা ঘুরে গেল আনন্দর। না, তথাকথিত সুন্দরী সে নয়। তবে একটা মায়া আছে। খুব আপন আপন লাগছিল। যেন মেয়েটি তার ঘরের মানুষ! কিছু একটা আছে এই মুখে। একবার দেখলে আরেকবার দেখতে ইচ্ছা করে, তারপর আরেকবার, এভাবে অসংখ্যবার, আর তারপর আজীবন।
এক বসায় পড়ে ফেলার মত একটা বই। কনফিউসন যখন পরেছিলাম তখন একটা ইচ্ছে ছিল এর পরের কাহিনী জানার, বইটা সুন্দর করে লেখা, আর কিছু মোটিভেশনাল পয়েন্ট ও আমার কাছে খুব ভালো লেগেছে। কাব্য আর আরশি এক না হলেও যে লাইফে একজন বেস্ট মানুষ কে পেয়েছে ওদের সাথে মানানসই এটি ভালো লেগেছে। কনফিউসন ভালো লাগলেও আমার কাছে কাব্য আরশীর জুটি টা অনেক বেমানান লাগত। আর এই গল্পে grief যে একেক জন একেক ভালে deal করে সেটি ভালো দেখিয়েছে। আর মুদ্ধর, রাফির পরে আমার কাছে আনন্দর চরিত্র ভীষন ভালো লেগেছে। মৌরি আপু বরাবরই পুরুষ চরিত্র বেস্ট লেখেন।
Read all reviews on the Boitoi app
Apa র লেখা আমার সব সময় ভাল লাগে।এই গল্পটা ও অনেক সুন্দর হয়েছে।
একটা বই কেন এত ভালো হবে আমার জানা নেই ।৫ বছর আগে প্রিয় মানুষের থেকে আলাদা হতে হয়েছে কিন্তু সৃষ্টিকর্তা আমার জীবনেও একজন আনন্দ এর মতো মানুষ পাঠিয়েছেন গল্প টা পড়েছি আর নিজের জীবনের চিত্র বার বার চোখের সামনে ভাসতে দেখেছি লেখককে অনেক ধন্যবাদ এত ভালো একটা বই উপহার দেয়ার জন্য ❤️
নেশার মতো গল্পটা পড়ে শেষ করেছি। আনন্দ নিয়ে "দুয়ারে দ্বিধার দেয়াল" পড়তে পড়তে শেষে এসে দম বন্ধ হয়ে যাচ্ছিলো! এ কি তীব্র কষ্টের পরিস্থিতি তৈরী হলো কাব্য -আরশীর জীবনে, একজন সারপ্রাইজ দিতে গিয়ে অন্যজন ভুল বুঝে! কি হবে এর পরে! তখনও জানিনা "দেয়াল ভাঙার গান" ২য় খন্ড। পড়তে শুরু করেই জানলাম। এই বইটা আরশীর জীবনের সেই তীব্র কষ্ট একজন সোনার মানুষের সান্নিধ্যে, (বলা ভালো দু'জন সোনার মানুষের) নিখাঁদ ভালবাসায় বদলে যাবার গল্প। কাব্যর জীবনটাও সেই মানুষেরই পজিটিভিটি সাথে নিয়ে চলে গুছিয়ে উঠার গল্প। আরো চমৎকৃত হয়েছি "ফানুস" এর প্রিয়-পেট্রা-শুদ্ধর দেখাও এখানে পেয়ে। দারুণ একটা জার্ণি! সবাইকে পড়ার অনুরোধ রইলো। আর মৌরি মরিয়ম আপুর জন্য অনেক অনেক ভালোবাসা এমন ভীষণ সুন্দর একটা গল্প উপহার দেবার জন্য।❤️❤️❤️
Golpo ta ato shundor, ki bolbo... Kano shesh holo? Golpo shesh Tobe golper resh roye gelo. Theke jabe shobshomoi.....
দারুণ লেগেছে... পড়ার সময় একটা ঘোরের মধ্যে ছিলাম..