প্রিয়জনকে নিজের চোখের সামনে অন্য একজনের হতে দেখা ঠিক কতটা কষ্টের তা দিবা হয়ত সেদিন বোঝেনি। সহজেই দু-সুতোয় গিট্টু দিয়ে আহনাফের বোঝা কমিয়ে দিয়েছিল কিন্তু এরপরই সে বুঝতে পারলো আহনাফের বোঝা কমিয়ে সে নিজের বোঝা বাড়িয়ে দিয়েছে।তার সহ্য হচ্ছেনা ভালবাসার মানুষের সাথে অন্য একজনের মিলন দেখতে। শেষে পরিণতিতে সব উল্টো হয়ে গেলেও আহনাফ পিছু পা হয়ে যায় । দিবার থেকে বহুদূর। সে জানে দিবাকে সে পাবেনা। বিধি তাকে পেতে দেবে না কখনও। যে প্রতিশোধ দিয়ে কাহিনী শুরু সেই প্রতিশোধ তাদের শেষ প্রান্তে এসে মিলতে দিবে না। অন্যায় করা হবে। তবে সবটা অন্যরকম হতে দিবে কি????
সবটা অন্যরকম নামটাই মনে আলাদা একটা দোল খেলে খেলায়। সেরকমই এক অনুভূতি নিয়ে দুই বছর আগে তোমাকে চিনা। সবটা অন্যরকম দিয়েই তোমার গল্প পড়া শুরু করা। আহনাফ দিবা মিনি এদের একটা পর্বের জন্য আকুলতা কাজ করতো অস্থির লাগতো কখন আসবে কখন নেক্সট টুকু জানবো। সবটা অন্যরকম ২ যখন বই হিসাবে বের হয় তোমার জন্য ভালোলাগার সাথে সাথে আহনাফ আর দিবা কে জানা হবে না ভেবে খারাপ লাগতো। বাট যখন দেখলাম এটা ইবুক হয়ে এসেছে সব ফেলে চটজলদি বইটা কিনে নিলাম। ভেবেছিলাম এক্সামের পর শেষ করবো কিন্তু আহনাফ আর দিবার টেনশনে পড়াই মাথায় যায় না🥲 গল্পটা এতো তাড়াতাড়ি শেষ হবে জানলে একটা একটা পর্ব করে পড়তাম🥲 এখন খারপ লাগে ইশশশ আরেকটু যদি থেকে যেতো ওরা। সেই যাই হোক সর্বপ্রথমে বইটা যে ইবুক আকারে এনেছো তার জন্য এততো গুলা লাবিওওও🥲😘 গল্পটা পড়তে গিয়ে বার বার তোমার বলা সেই কথা গুলা মনে আসছিলো, এবার মিনি আরো দুষ্টু হবে, আহনাফকে প্রচুর জ্বালাবে, সত্যি প্রচুড় জ্বালিয়েছে আহনাফ জানুডারে😂😂 সাথে এটাও বলে ছিলে বেচারা মিনি এবারও ছেঁকা খাবে🙂😂😂 বেচারা। সব মিলিয়ে অসম্ভব সুন্দর ছিলো বইটা। এক্কেবারে অন্য রকম। উহু এক্কেবারে সবটা অন্যরকম ছিলো। 🥰 সবটা অন্যরকম তিন আসার আশা রইলো 🥲 মাই নাইকা আপুওও🥲
Read all reviews on the Boitoi app