ইসলামের সর্বোচ্চ চূড়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ। এরপর থেকে আমরা ক্রমশ নিচের দিকে নামছি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে সর্বোত্তম হচ্ছে আমার যুগের লোকেরা। তারপর তার পরের যুগের লোকেরা অর্থাৎ তাবেয়ীরা। এরপর তার পরের যুগের লোকেরা অর্থাৎ তাবে-তাবেয়ীরা।’ সুতরাং ইসলামের মূল চেতনা ও ঐতিহ্য হৃদয়ঙ্গম করতে হলে সাহাবী, তাবেয়ী ও তাবে-তাবেয়ীদের জীবনী জানা আবশ্যক।