রঙের কাছে লেখালিখি শুরু ছয় সাত বছর আগে। নিজেরই একটা ছায়া, যার কাছে সব বলা যায়, আবোলতাবোল ইচ্ছে লেখা যায়। একটা ডিজিটাল আয়না মতো। একমাত্র জায়গা, যেখানে ইচ্ছেমতো বকবক করলেও বকুনি নেই, অবিরাম কথায়ও রঙের কোন ক্লান্তি নেই। এ বছর ভাবলাম, সবগুলো গুছিয়ে এক করি। নিতান্ত শখের বশেই লেখা, শখেই একসাথে করলাম। আরেকজন শৌখিন আঁকিয়ে পাতায় পাতায় শিল্পীর ছোঁয়া দিয়ে দিলেন। সব মিলিয়ে নিজেই এখন মুগ্ধ হয়ে তাকাই, এত সুন্দর তুমি রঙ