বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে আমি সংশ্লিষ্ট ছিলাম ১৯৬৯ সালের প্রথম থেকে ১৯৭৫ সালের মাঝামাঝি পর্যন্ত। এই সময়কাল ছিল ঘটনাবহুল এবং গুরুত্বপূর্ণ। ১৯৬৯-৭২ পর্বটি ছিল স্বাধীনতাসংগ্রামের শেষ বা চূড়ান্ত অধ্যায়। আর ১৯৭২-৭৫ ছিল স্বাধীনতা-উত্তর বাংলাদেশ সরকারের মেয়াদকাল। স্বাধীনতার আগে ১৯৬৯ সাল থেকে আমার অন্য সহকর্মীদের সঙ্গে মিলে আমি বিশেষভাবে জড়িত ছিলাম যে বিষয়গুলোতে তা হলো : ছয় দফার বিশদ বিশ্লেষণ, ১৯৭০ সালের নির্বাচনী ইশতেহার তৈরি, ১৯৭১ সালে অসহযোগ আন্দোলনের নির্দেশমালা তৈরি এবং পাকিস্তানের সম্ভাব্য নতুন সংবিধান নিয়ে যাঁরা বঙ্গবন্ধুর তরফ থেকে পশ্চিম পাকিস্তানিদের সঙ্গে আলোচনা করেছিলেন, তাঁদের পরামর্শ দেওয়া। ১৯৭২-৭৫ সময়কালে আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের ডেপুটি চেয়ারম্যান নিযুক্ত হয়েছিলাম। তাঁর সঙ্গে আমি জড়িত ছিলাম অর্থনৈতিক বিষয়ে; যদিও রাজনৈতিক, কূটনৈতিক ও প্রতিরক্ষা বিষয়ে আমার সরাসরি কোনো যোগাযোগ বা ভূমিকা ছিল না। তবে আমার অর্থনৈতিক কাজকর্মে এগুলোর পরোক্ষ সম্পর্ক ও প্রভাব ছিল।