ডিভেলপিং দ্য লিডার উইদিন ইউ। নিজের ভেতর নেতৃত্বের গুণাবলি গঠন করুন। নেতৃত্ব- শব্দটি ছোট, কিন্তু তার প্রভাব, বলয় এবং ভূমিকা কিন্তু মোটেও ছোট নয়। একজন মানুষকে নেতৃত্ব দিতে হলে তাকে নিজের স্বার্থের ঊর্ধ্বে উঠে সকলের স্বার্থ নিয়ে চিন্তা করতে হয়। তার কিছু প্রচ্ছন্ন গুণাবলি থাকতে হয়। যেমন: কৌশলী হওয়া, কর্মীদের সাথে কথা ও কাজে আন্তরিক হওয়া, সুশৃঙ্খল হওয়া, সবার মতামতের প্রতি শ্রদ্ধা রেখে সর্বোত্তম মতটি গ্রহণ করা, সকলের মাঝে বিশ্বাস ও আস্থার সম্পর্ক সৃষ্টি করে সাফল্যের পথে অগ্রসর হওয়া প্রভৃতি। এই যে এত গুণ অর্জন করার প্রয়োজনীয়তা, তা কি একদিনে লাভ করা সম্ভব? না, নেতৃত্ব করার গুণ অর্জিত হয় ধাপে ধাপে।
good
Read all reviews on the Boitoi app