আপনি হঠাৎ এমন কিছু নিশ্চয়ই খেয়াল করেন। আপনি যা করছেন, তা আপনি আগেও করেছেন। আপনার মনে হয়, আপনি স্বপ্নে দেখেছেন কিংবা জানেন এরকম কিছু হবে। মানুষের সত্তা প্রতিদিন সময়ের মাঝে আটকে যায়। আজ আপনি যা করছেন, আগামীকাল আপনার অতীত সত্তা এই একই কাজ করবে। আবার কাল আপনি যা করবেন, তা আপনার ভবিষ্যৎ সত্তা আজ করছে। সময়ের এই গোলকধাঁধা কেউ বোঝে না। আপনি হঠাৎ এমন কিছু নিশ্চয়ই খেয়াল করেন। আপনি যা করছেন, তা আপনি আগেও করেছেন। আপনার মনে হয়, আপনি স্বপ্নে দেখেছেন কিংবা জানেন এরকম কিছু হবে। এটি হতে পারে কোনো শব্দ কিংবা ছোট কোনো ঘটনা। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আপনার ভবিষ্যৎ সত্তা যা করেছে, তা যখন আপনি করেন, তখন আপনি অতীত সত্তা। ভবিষ্যৎ সত্তার কিছু কিছু ঘটনা মনে পড়ে যায় আপনার। আবার আগামীকাল আপনারই অতীত সত্তা এই কাজটাই করবে, যা আপনি আজ করছেন। দারুণ না? কিন্তু কেমন হবে, যখন কেউ অতীত এবং ভবিষ্যৎকালে গিয়ে নিজের সত্তারই সম্মুখীন হবে? তেমনই একটি রহস্যজনক গল্প "অদ্ভুত রাত"।
I like it
Read all reviews on the Boitoi app
ভাইরে ভাই এটা কি ছিল। আমার পুরা মাথা ঘুরছিলো 😳। এটা শেষ করেই কমেন্ট করছি
Prothomoto puro golpo ta porar por ami just obak golpo tar kahini dekhe je etao ki kono din sombhob? Sotti lekhok er brain e ei golper chinta bhabna jebhabe toiri hoiche r jei bhabe tini eita amader kache present korche ta ek kothai oshadharon. Golpo ta amar onek bhalo lagche Thanks for this.
পার্ট টু চাই শীঘ্রই!
দ্বিতীয় পার্টির জন্য অপেক্ষা করছি
আপনাদের মতামত মানে এই মাথা ঘুরে যাওয়ার বইটি পড়বো মানে পড়বো 😜😜
Nice
গল্পটা অনেক সুন্দর ছিল যার মাঝে আমি হারিয়ে গেছিলাম।লেখকের কাসে ২য় খন্ড চাই। 🤩🤩🤩
খুব সুন্দর লেখা। Waiting for 2nd part❤️
খুবই সুন্দর একটা বই