একজন অদ্ভুত লোক। যার প্রতিবছর গায়ের চামড়া ঝরতে থাকে। যিনি প্রতি বছর বৃদ্ধ হয়ে যান। কেনো হয় এই লোকটির সাথে এমন? নিজের সৌন্দর্যকে ধরে রাখার জন্য তিনি দিনের পর দিন কঠোর পরিশ্রম করতে থাকেন। কিন্তু কেমন হয়,যখন সেই অদ্ভুত ব্যাক্তির সাথে ঘটতে থাকে অদ্ভুতুড়ে ঘটনা? যখন তিনি দেখতে পায়,তার মতোই একজন ব্যাক্তি তাকে প্রহরা দিচ্ছে? যেখানে যাচ্ছেন,সেই স্থানে এই অদ্ভুত লোক তার মতোই একজন অদ্ভুত ব্যাক্তিকে দেখছেন। শুধু তা নয়, এই প্রহরা ছেড়ে যখন সেই সত্বাটা অদ্ভুত ব্যাক্তিকে আক্রমণ করে।কেমন হবে সেই মুহুর্তগুলো। কে এই অদ্ভুত ব্যাক্তি,যাকে কাছ থেকে অনুভব করার জন্য মরিয়া হয়ে যান অদূরদর্শী মানুষ। একটি সত্বার যন্ত্রণা কাটিয়ে তোলার মাঝে যখন অদ্ভুত ব্যাক্তি জানতে পারেন,এই সত্বা একজন নয়। বহু সত্বা তাকে প্রহরা দিচ্ছে। কি করবেন তিনি। এই চিন্তনে থাকাকালীন আবার যখন তিনি জানতে পারেন,তিনি একজন খুনি। উপায় কি হবে। কেনো পড়বেন এই বই। সম্পূর্ণ বইয়ের এই উপন্যাসে, আপনি থ্রিলারের ঘ্রাণ পাবেন। যেখানে আপনাকে ভাবাতে বাধ্য করবে,এটি একটি সাইকো উপন্যাস ।কিছুক্ষণ পর আপনি আবার ভাববেন,এটি ভৌতিক উপন্যাস। রীতিমত আপনাকে আবার ভাবাতে বাধ্য করবে,এটি একটি টাইম ট্রাভেলিং ।এরপর রোমান্টিক, রিভেঞ্জ, ভ্যাম্পায়ার, ব্লাক ম্যাজিক, গোয়েন্দাগিরি ইত্যাদি অনুভব করতে বাধ্য হবেন আপনি। তবে সব কিছুর মাঝে থাকবে,বর্তমান সমাজে ঘটে যাওয়া কিছু নিয়মনিষ্ঠার ইঙ্গিত। শিক্ষা এবং বিনোদন,সবটাই অপেক্ষা করছে এই " ব্লাড শো " বইতে।
অসাধারণ 🧡
Read all reviews on the Boitoi app
গল্পটা অনেক সুন্দর। শেষে অনেক কষ্ট লাগছে
🖤🖤🖤
"রিয়াজ রাজ" এর গল্প মানেই অন্যরকম কিছু । "ব্লাড শো" গল্পটা তার লেখা সব গল্পের থেকে সম্পূর্ণ ভিন্ন । একজন সাধারণ মানুষের পিছনে লুকিয়ে থাকা ভ/ য়ং /কর ভ্যাম্পায়ার এর অস্তিত্ত নিয়ে গল্পটা অসাধারণ লেগেছে ।শেষে বাস্তব কিছু কথা ছিল ,যা হ্নদয় ছুয়ে গেছে। ধন্যবাদ " রিয়াজ রাজ " কে আমাকের ভিন্ন রকম একটা গল্প উপহার দেওয়ার জন্য । ভবিষ্যতে আরও এমন গল্প আমাদের উপহার দিবেন প্লিজ । দোয়া করি এমন ভাবে আরও এগিয়ে যান ।❤️