পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। তাঁর জন্যই সকল প্রশংসা। সালাত ও সালাম মহান রাসূল, আল্লাহর হাবীব ও মানবতার মুক্তিদূত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, তাঁর পরিবারবর্গ ও সঙ্গীদের উপর। আজকের বিশ্বে মুসলিম উম্মার অন্যতম উৎসবের দিন হচ্ছে ‘‘ঈদে মীলাদুন্নবী’’। সারা বিশ্বের বহু মুসলিম অত্যন্ত জাঁকজমক, ভক্তি ও মর্যাদার সাথে আরবী বৎসরের ৩য় মাস রবিউল আউআল মাসের ১২ তারিখে এই ‘‘ঈদে মীলাদুন্নবী’’ বা নবীর জন্মের ঈদ পালন করেন। কিন্তু অধিকাংশ মুসলিমই এই ‘‘ঈদের’’ উৎপত্তি ও বিকাশের ইতিহাসের সাথে পরিচিত নন। যে সকল ব্যক্তিত্ব এই উৎসব মুসলিম উম্মার মধ্যে প্রচলন করেছিলেন তাঁদের পরিচয়ও আমাদের অধিকাংশের অজানা রয়েছে। এই নিবন্ধে আমি উপরোক্ত বিষয়গুলি আলোচনার চেষ্টা করব।
আলহামদুলিল্লাহ
Read all reviews on the Boitoi app
ঈদে মিলাদুন্নবী যেখানে বর্তমানে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর প্রতি একটি শিরক অর্থাৎ বিদআত তার বিপরীতে এটির প্রতিকার এবং ইসলামে বিদ্আত থেকে দূরে থাকার গুরুত্ব খুব সুন্দরভাবে ডক্টর আব্দুল্লাহ্ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ্ এই বইটিতে ফুটিয়ে তুলেছেন
কলছঝগহ