'তরকারির ভাগ্য আলুতে নদীর ভাগ্য বালুতে আর মানুষের ভাগ্য হাতের তালুতে। বৃহস্পতি তুঙ্গে থাকা কোনো তুড়ি মারা ব্যাপার না। ইচ্ছে করলেই এই বিরল সৌভাগ্যের দাবিদার হওয়া যায় না। জ্যোতিষ শাস্ত্র মতে বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করলে এই রাশির জাতক বলতেই পারে, বৃহস্পতি এখন আমার তুঙ্গে। প্রিয় পাঠক/পাঠিকা, এ বইয়ের কোনো গল্প যদি আপনার পরিচিত কারো চরিত্র কিংবা আপনার নিজের সাথেই মিলে যায়, একদম চমকাবেন না। কোনো গল্পের কোনো চরিত্রই কাল্পনিক নয়। তবে আর দেরি কেন, চলুন খুঁজতে শুরু করি...