যে কোনো মাসনূন মুনাজাত যে কোনো সময়ে পালন করা যেতে পারে। নামাযের পরে পালনের জন্য শেখানো মুনাজাত সাজদার মধ্যে, কুনুতে বা সালামের আগে বলা যাবে, কুনুতের মধ্যে পালনের জন্য শেখানো দু'আ সাজদায়, সালামের আগে বা সালামের পরে বলা যাবে। তবে এ সকল মুনাজাতের ক্ষেত্রে যে সময় বা স্থান হাদীসে উল্লেখ করা হয়েছে সেগুলির দিকে লক্ষ্য রাখতে পারলে আরো ভালো। এতে রাসূলুল্লাহ (স)-এর হুবহু অনুকরণের অতিরিক্ত সাওয়াব ও ফযীলত অর্জিত হবে। এছাড়া নামাযের বাইরে সকল সময়ে, স্থানে ও অবস্থায় মুমিন সর্বদা আল্লাহর কাছে দু'আ করবেন এবং সকল দু'আ-মুনাজাতের ক্ষেত্রেই এ সকল মাসনূন বাক্য ব্যবহারের চেষ্টা করবেন।
বর্তমান সময়ে দোয়া ও মোনাজাতের নামে অনেক জাল হাদিস সমাজে প্রচলিত রয়েছে তার বিপরীতে ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সহিহ হাদিস দ্বারা বেষ্টিত এই বইটিতে দল নিরপেক্ষতার প্রমাণ দিয়েছেন
Read all reviews on the Boitoi app
আলহামদুলিল্লাহ। অসাধারণ বই।