থ্রিলার জনরায় লেখা পাঁচটি গল্প নিয়ে সাজানো হয়েছে পুরো পাণ্ডুলিপি। যা পড়তে গিয়ে কখনও আপনার ভ্রু কুঁচকে উঠবে, কখনও বিস্ময়ে হতবাক হয়ে যাবেন। আমাদেরই পরিচিত গন্ডির গল্প এগুলো। প্রতিশোধ, জিঘাংসা, রিরংসা, মোহ, লোভ... মোটকথা, সাতটি রিপুরই সন্ধান পাবেন আপনি গল্পগুলোতে। আপনারই গল্প এগুলো।