এক যে ছিল সোনার কন্যা। তার বাবার মনে ছিল অনেক দুঃখ। কন্যা হওয়ার কারণে না। সোনার কন্যা হওয়ার কারণে। কন্যার স্বর্ণদশা দূর করার জন্য তিনি মাজার-দরগা-আশ্রম সবখানে ধর্না দিলেন। শেষে পেলেন এক উচ্চমার্গীয় সন্ন্যাসীর খোঁজ। সোনার কন্যাকে সাধারণ কন্যা বানাতে সেই সন্ন্যাসী বের করলেন এক বিচিত্র উপায়। ওদিকে সোনার কন্যার খোঁজে রাজ্যের আনাচ-কানাচ থেকে আসছে নানা মতিগতির মানুষ। কন্যা সাধারণ হওয়ার আগেই তাকে নিয়ে উড়াল দেয়ার স্বপ্ন তাদের। সন্ন্যাসীর উপায়ে কী কাজ হবে? নাকি সোনার কন্যা ধরা দেবে কোনো মাটির মানুষের হাতে? প্রচ্ছদঃ সাদিয়া ফেরদৌস