ভদ্র তুমি পৃথিবীরে ভালোবাসো, দুর্বলের দিকে বাড়ায় হাত, সুহৃদয়ে কাছে আসো। নিজের মাঝে মত্ত তুমি কী যে দারুন স্বর্গ রচ। ঘুরে কিবা পাশ ফিরে দেখো তব সঙ্গীরে, জানতে কি চাও কভু, ওগো তুমি কেমন আছো?
তুমি কেমন আছ? নামের মতন সুন্দর এটা বই। নেহা শায়েরের এই জার্ণিটা বোধহয় প্রতিটা বিবাহিত নর নারীর জার্ণি। এই বইটা শুধু বিবাহিত না তরুণ তরুণীদের ও পড়ে রাখা উচিত। একটা সম্পর্কে কি কি অবটেকেল আসতে পারে। সেগুলো কে ওভার কাম করা। সম্পর্কে মূলভিত্তি বিশ্বাস। সেই বিশ্বাস থাকার পরেও কেন টালমাটাল হয় একটা সম্পর্কে? এক সাথে বছরের পর বছর থাকতে থাকতে আমারা ভাবি। অপর পাশের মানুষ টার সব বোধহয় আমরা জেনে গেছি। সবই বোধহয় জানি। কখনো কি পাশ ফিরে জিগ্যেস করেছেন। ওগো তুমি কেমন আছো? (নাদিয়া )
Read all reviews on the Boitoi app
অসাধারণ লেগেছে।
বলে রাখা ভালো, এটা কোনো রিভিউ পোস্ট না।আসলে একবার পড়ে আমি কোনকিছুর রিভিউ লিখতে পারিনা।কারণ প্রথমবার পড়ার সময় আমার লক্ষ্য থাকে শেষ করা।আর শেষ করে সমাপ্তিটা জানা।তাই অনেককিছুই হয়তো ছুটে যায়। এই গল্পটা নেহা আর শায়ের দম্পত্তির।বিয়ের আট বছর পেরোনোর পরেও তাদের ঘরে সন্তান নেই। আমাদের সমাজে এইসব দম্পত্তির যেসব নেতিবাচক পরিস্থিতির মোকাবেলা করতে হয় তার স্বরুপ টা তুলে ধরেছেন।এই অপ্রাপ্তি একটা সুন্দর সম্পর্ককেও নষ্ট করে দিতে পারে।খারাপ সময়ে চেনা মানুষের ব্যবহার বদলে যায়।হনুফা ক্যারেক্টার টা আমি বেশ এনজয় করেছি। পাশাপাশি সম্পর্কে স্বচ্ছতা যে একটা মাস্ট তাও লেখিকা তুলে ধরেছেন। লেখিকার লেখনী আমার ভালো লেগেছে, কিছুটা রোলার কোস্টার টাইপের।এর আগে আমি হৃদয়ে মম পড়েছিলাম।সেটাও ভালো লেগেছিল।প্লটটা সুন্দর ছিল।কিন্তু ইকটু বেশি ঘুরানো পেঁচানো ছিল।আমার পড়ে মনে হয়েছিলো, পেঁচটা আরেকটু কমালে লেখাটা বেশ আকর্ষণীয় হতো। তবে বেশ কিছু জায়গায় বানান ভুল ছিল, এই বিষয়ে ইকটু সতর্ক হাওয়া উচিত।আর লেখার কিছু জায়গায় অতীতের কিছু মুহূর্ত উঠে এসেছে,যা ইকটু অসামঞ্জস্যপূর্ণ লেগেছে।আরেকটু গুছিয়ে উপস্থাপন করলে ব্যাপারটা আরো সুন্দর হতো।
লেখিকার সব লেখনীই আমার অনেক বেশি ভালো লাগে। এই বইটাও তার ব্যতিক্রম নয়। কিছু বই এর সফট কপি আর হার্ড কপি দুটাই সংগ্রহে রাখার মতো, এটা তেমন একটা বই! হঠাৎ করে গল্প শেষ হয়ে যাওয়ার পর মনে হলো- ধোঁয়া ওঠা এক কাপ চা নিয়ে এই বইটা বৃষ্টিস্নাত একটা দিনে পড়তে পারলে মন্দ হতো না! ভালো লেগেছে। ❤️
গল্পটি অনেক সুন্দর।শেষটাও দারুণ হয়েছে।
আমার মনে হয়েছে, প্রতিটি বিবাহিত মানুষের এই বইটা পড়া উচিত।অগাধ বিশ্বাস থাকার পরে ও কত ছোট ছোট ভুলে কত বড় দূরত্বের যে সৃষ্টি হয়, এই বইটি পড়ে সহজেই উপলব্ধ হয়।এটিকে শুধু বই না বলে জীবনের আয়না বলা যেতে পারে।