রাত শেষ হয়ে আসছে।রুমের পূর্ব দিকের জানালা খুলে দিলো অরোরা।বসন্তের হিমেল বাতাস ছুঁয়ে গেলো তাকে।দূরে পানসে আলোতে সে দেখতে পেলো মাঠের মাঝখানে একটি পুরুষ অবয়ব বসে আকাশের দিকে তাঁকিয়ে আছে।বিক্ষিপ্ত চুল,গম্ভীর চাহনি,সর্বদা চিন্তায় ডুবে থাকা পুরুষটির নাম সায়ন।অরোরা জানালায় গা ঠেকিয়ে দুচোখ ভরে পুরুষটিকে দেখে।সময় যায় ক্ষণে ক্ষণে।এভাবে এক সময় ভোর হয়ে।সূর্যের প্রথম রশ্মি পৃথিবীতে নেমে এসে চারিধার থেকে অন্ধকার সরিয়ে সবকিছু আলোকিত করে দেয়।পবিত্র সমীরণ নির্জনতাকে মথিত করে এগিয়ে চলে।জাগিয়ে দেয় সব তুচ্ছ প্রাণদের।তবুও অরোরার দেখার স্বাদ মিটেনা।সায়ন এখনও আকাশ দেখছে।পুরুষটির কী অদ্ভূত নেশা আছে আকাশে।হুট করে সায়ন পিছন ফিরলো।দূরে জানালাতে দাঁড়িয়ে থাকা নারীর দিকে দৃষ্টি পড়ে তার।মুচকি হাসিতে বিস্তৃত হয় তার অধরযুগল।যা অতীতে পাওয়া হয়নি তা যেন রঙ হয়ে নতুন করে বর্তমানে ধরা দিয়েছে।
আরোরা গল্পটা আমার কাছে অনেক ভালো লাগছে সায়ান আর আরোরা কে আবারও পরার খুব ইচ্ছা ছিলো ইচ্ছা টা পূর্ণ হলো লেখিকার জন্য ধন্যবাদ আপু❤
Read all reviews on the Boitoi app
Khub valo laglo,tobe mone hoise ar ektu boro hole valo hoito.
অনেক সুন্দর
মাসা-আল্লাহ... সত্যি অসাধারন সায়ানের অপ্রিয় অরোরা... যত পড়ি ততই ভালো লাগে অল্পতে মন বড়েনা.. আর একটু বড় হলে কি এমন ক্ষতি হোতো।
সায়ন- অরোরা নামের মধ্যেই সার্থকতা আছে।সায়ন স্পষ্টভাষী। সায়নের মতো বেডা আমিও ডিজার্ভ করি🤭.... অরোরা গল্প পড়েই সায়নের ফ্যান হই।এখন আবার পড়লাম। সামিয়াপুর লেখনী সুন্দর। তোমার জন্য শুভ কামনা রইলো।সামনে এমন আরো অনেক গল্প উপহার দিও।ভালোবাসা রইলো।
সায়ন - আরোরা কে পড়ে খুবই ভালো লাগলো।
সায়ন- অরোরা....❤️ ওদের নিয়ে যতোই পড়ি মন ভরে না।
বইটা এক কথায় খুবই অসাধারণ। অরোরা গল্পটা ফেসবুকে যতটুকু পেয়েছিলাম সায়ানের অপ্রিয় অরোরা পড়ে তার পূর্ণতা পেয়েছে। কিন্তু এতোটুকু পড়ে মন ভরেনি, আরো বড় হলে ভালো লাগতো। সায়ন অরোরা এমন জুটি যত পড়ি তত পড়তে ইচ্ছা করে। আশা করি আপু ওদের নিয়ে আবার একটা নতুন বই বের করবেন।
আপু অনেক সুন্দর হয়েছে। মন ভালো হয়ে গেছে। আপু তুমার লিখনী এককথায় অসাধারণ। একদম মন ছুঁয়ে গেছে।
আমার সমস্ত প্রিয় গল্পের মাঝে সায়ন অরোরা একটি। সায়ন কে আমি অত্যন্ত পছন্দ করি। শুধু তাই নয় লেখিকা আপুর প্রতিটা গল্পই অসাধারণ। বিশেষ করে আপুর দুটো বই, সুদূরিকা ও আফারীত। অরোরা থেকে আপুকে চেনা। তারপর আপুর লেখা সব গল্প আমি পড়েছি। এমন না প্রতিটা লেখাই মাস্টারপিস ছিল। তবে অরোরা মাস্টার পিস একটা লেখা। আপুর লেখনী নিয়ে কোনো কথা হবে না। সেই সাথে প্লট নির্বাচনেও বেশ মনোযোগী তিনি। অরোরা সায়নের সুন্দর মুহূর্ত দেখার অপেক্ষায় ছিলাম। অবশেষে লেখিকা আপুর সময় হলো ওদেরকে নিয়ে লেখার। অথচ প্রথম দিন থেকে চাচ্ছিলাম আসুক সায়ন অরোরা। আমাদের দুষ্টু নায়ক সায়ন যেন সব থেকে আলাদা। ওকে নিয়ে যাই বলব কম হবে। ভালোবাসা আর ভালোবাসা।🌼