এই খবরে ছেয়ে গেলো সারা বাংলাদেশ। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে খবরের পাতা। সব জায়গায় কেবল একটিই নিউজ। কোথায় গেলেন অভিনেত্রী অরিত্রি! প্রোডিউসার সাইফুলের মাথায় হাত। বর্তমানকালে টপ অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অরিত্রি। পঁচিশ বছর বয়সি এই নারীর সৌন্দর্যে মুগ্ধ হতে মানুষ বাধ্য। এতটা পারফেক্ট মুখের শেইপ! ফ্যানরা তাকে উপাধি দিয়েছে, ভিঞ্চির মোনালিসা। এসব ভেবেই নিজের ফিল্মের জন্য ভিঞ্চির মোনালিসা খ্যাত এই নায়িকাকে বেছে নিয়েছিলেন তিনি। গুলশানের অরিত্রির আলিশান বাড়িতে বসে আছেন সাইফুল। দিন দুনিয়া ঘুরছে তার। নায়িকা না পাওয়া গেলে ব্যাপক লস হবে। মোতালেব এগিয়ে এসে বললো,