একজন একনিষ্ঠ পরিবার কেন্দ্রিক তরুণ রাসিফ। মা ও বোকা আপাকে নিয়ে যার জীবন সংগ্রাম। একবুক প্রণয় বুকে জমিয়েও দায়িত্ব পালনের নিমিত্তে প্রণয়ের সুবাস গ্রহণের অবকাশ তার মেলেনি। আকস্মিক দুর্ঘটনায় রাসিফের সহজ-সরল জীবনে প্রবেশ করে এক খেয়ালি, নির্ভীক স্বভাবের তরুণী। কিছু পরিস্থিতি তাদের একে অপরের শত্রুতে পরিণত করে। এরপর কেমন হয় দুজনের সম্পর্কের সমীকরণ? পূর্ণতা পায় কী তাদের হৃদয়ে সঞ্চিত অনুনয়? কিছু সম্পর্কের টক, ঝাল, মিষ্টি রসায়নকে ধারণ করেছে অনুনয়ে প্রণয়।
♦ অনুভূতি প্রকাশঃ গল্পের নামঃ অনুনয়ে প্রণয় লেখকঃ প্রভা আফরিন পড়ার মাধ্যমঃ বইটই পৃষ্ঠাঃ ১৪৩ (নিজস্ব বইটই অনুযায়ী) সাধারণত এই ধরনের লেখা প্রভার থেকে পাবো আমি কখনও আশা করিনি । মানে এত অন্যরকম গভীরতা সম্পন্ন ইবুক পড়তে পড়তে এরকম পটভূমিতে ইবুক পাবো ভাবিনি । এবং এটা যে হয়েছে এতে আমি কোথাও একটা অন্যরকম অনুভূতিতে ভাসছি । খুবই নিত্যনৈমিত্তিক জীবনের গল্প । সোজা জীবনের আমার চারপাশে ঘটে চলা মানুষের জীবনের গল্প । সুখ পাখিকে খুঁজতে চাওয়া জীবনে রোজকারের মতো আমরা হেঁটে বেড়াই । কখনোবা আলগোছে পিছনে ফিরে তাকাই । বাড়ি থেকে বের হতে গেলে পেছনে দরজা ঠেলে ধরে রাখা প্রিয়জনদের দিকে বড় আশা করে তাকাই । বড় আশা করে থাকি, অপেক্ষা আমার জন্যেও কেউ কেউ করে । এই ইবুকটা ঠিক সেরকমের । মধ্যবিত্ত ধরনের সমাজের চিরাচরিত জীবনগুলোতে কখনও বাঁধাধরা সংস্কার আসে । কখনও অদ্ভুতুড়ে আলোড়ন আসে । এরকমই একটা পটভূমিতে এই ইবুকটা পড়তে গিয়ে তাই অবাক হতে হয় । বড্ড সহজ, সরল এবং সাধারণ ধাঁচের লেখা ইবুকটা তাই পড়তে গিয়ে লেখার ধরনেই পড়া হয়ে যায় । কোথাও আপেক্ষিকতা নেই, শব্দের জড়তা নেই । শুধু পড়া হয়ে যায় । এই ইবুকের পটভূমির প্রেক্ষাপটে যে চিরাচরিত রোজকার জীবনের ডালপালা, তা গড়ে উঠেছে দুষ্টুমিষ্টি হাস্যরস দিয়ে, কখনও তা মুদ্রা দোষ হয়ে আসে । কখনোবা পরিবারের বন্ধনে অদ্ভুত সুখ হয়ে । চরিত্রগুলোও যেন তাই বড্ড কাছের পাশের বলে মনে হয় । মনে হয় যেন হাতড়ে বেড়ালেই পেয়ে যাবো । রাসিফ, সংসারের জীবনযুদ্ধে এগিয়ে চলা মানুষটি মা, বোনকে নিয়ে বেঁচে আছে । একটুখানি সুখ এবং শান্তি পেলেই যার জীবনে আর কিছু চাওয়ার নেই । তার জীবনে বড্ড সুখের তাড়া । ভালোবাসায় আচ্ছন্ন হয়ে পড়ার আবছায়া আশা । রুনি, জীবনটাকে বড্ড সহজ এবং পাওয়ার এক ধরনের আগ্রহে নারীটি অল্পতেই রেগে যায় । কখনোবা পরিবারের মানুষদের থেকে একটু সাড়া চায় । ভালোবাসার মানুষটির জন্য একদা সে লিচু আনিয়েছিল । এছাড়াও এই গল্পে আছে, লিখি । আত্মবিশ্বাসী স্বভাবের মেয়েটির জীবনে ধৈর্যটা বেশ ভালো । ধৈর্য নিয়ে জীবনে এগিয়ে যেতে চাওয়া মেয়েটি চাঁদের মতো গুণ নিয়ে আসে । চাঁদের যেমন কলঙ্ক হলো দাগ, এই মেয়ের জীবনে প্রভাবিত করে তা মুদ্রাদোষ । যদিও এই মুদ্রাদোষ জীবনে বোধহয় ভালো কিছুই নিয়ে আসতে চায় । এছাড়াও আছেন এই গল্পে নবীন, অসাধারণ একটা চরিত্র । সংসারের দায়িত্বের চাপে পড়ে গিয়ে জীবনযুদ্ধে পড়ে যাওয়া নাবিকটি তবুও জীবনটাকে ভাসিয়ে নিয়ে চলেছেন যেন । সুখনদী তবুও বুঝি আসতে চেয়েও আসে না । কিংবা আসে । এছাড়াও আছে, সমাজের চিরাচরিত বাঁধাধরা জীবনের সংস্কার, অদ্ভুতুড়ে চিন্তাভাবনার মাঝে বাঁধা পড়া মুনিয়া । ভালোবাসার মানুষটির পাশে থাকার চেষ্টা করা নওশাদ । এরকম ভাবেই চরিত্রগুলো আসে । এসে রোজকার জীবনের বড্ড পাশের বলে মনে হয় । কোথাও একটা যেন মুদ্রার এপিঠ ওপিঠ এর শাপলা এবং সেতুকে তখন বড্ড কাছের রূপক কিছু বলে মনে হয় । এটাই তো জীবন, তাই না? এরকম সহজ, সাধারণ ধাঁচের জড়তা বিহীন গল্পের পটভূমিতে লেখক হিসেবে প্রভা আফরিনকে দেখতে পাওয়া বেশ অন্যরকম । পড়তে গিয়ে লেখকের লিখনশৈলীর খানিকটা ছাপ পেলেও একটু সামাজিক, একটু রোমান্টিক কিছুটা রম্য আবহ এই গল্পটার প্রতি মুগ্ধতা দিয়েছে । সাধারণত এরকম পটভূমির গল্প আমার আর সেভাবে পড়া না হলেও এই গল্পটা আমার মারাত্মক ভাবে লেগেছে কারণ লেখকের গল্প উপস্থাপন করার দক্ষতা । এতটা সুন্দর ভাবে প্রেক্ষাপট এবং দৃশ্যপট এসেছে । যে মুগ্ধ হতে হয় । আশা করবো, এরকম পটভূমিতে গল্পের প্রতি আগ্রহ এবং মুগ্ধতা বাঁচিয়ে রাখতে হলেও এরকম ভিন্ন ভাবে, লেখার ধরনের আবহ এবং ধাঁচে উপস্থাপন করার অদ্ভুত সুন্দর আলোছায়া থাকবে । যা এরকম গল্পগুলোকে ভালো লাগায় মুড়িয়ে রাখবে । রেটিংঃ ৪.৬/৫
Read all reviews on the Boitoi app
প্রভা আপুর বই চোখ বন্ধ করে পড়তে বসি আমি। মিষ্টি একটা ভালোবাসার টক ঝাল ফ্লেভার যুক্ত গল্প। ভীষণ ই সুন্দর। একবসায় পড়ার মতো।
মিষ্টি একটা গল্প। খুব ভালো লাগলো। লেখিকার গল্প আগে পড়া হয়নি এটাই প্রথম।
অসম্ভব সুন্দর আর মনোমুগ্ধকর একটা উপন্যাস "অনুনয়ে প্রণয়" এতো চমৎকার কাহিনি আর শব্দচয়নে লেখিকা উপন্যাসটা উপস্থাপন করেছে আমি পড়তে পেরে নিজেকে ধন্য মনে করছি। রাসিফ আর লিখি আমার মনের মনিকোঠায় সারাজীবন থেকে যাবে।উপন্যাসের প্রতিটা চরিত্রকে অসম্ভব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছে লেখিকা। ভালোবাসা, খুনসুটি, অভিযোগ, অভিমান, ঝগড়া সবকিছুই বাস্তবতায় মোড়ানো। উপন্যাস টা পড়তে পড়তে কখন যে আমিও একেকটা চরিত্রে মিলেমিশে একাকার হয়ে গেছি টেরই পায়নি। লেখিকাকে অনেক ভালোবাসা এমন সুন্দর একটা উপন্যাস আমাদের উপহার দেওয়ার জন্য। অনেক দূর এগিয়ে যাও দোয়া করি।
মন ভালো করে দেয়ার মত মিষ্টি একটি গল্প। সহজ, সাবলীল, সুন্দর লেখা আমার ভীষণ ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা প্রভা আপুর জন্য। 🤍
দারুণ একটা গল্প💚💚 প্রভা আপুর লেখা মানেই স্পেশাল কিছু 💚💚
এর আগে গল্প টি ফেসবুকে পড়িনি, অনেকদিন থেকেই কিনে রেখেছিলাম তবে পড়ার সুযোগ হচ্ছিলো না অবশেষে কয়েকদিনে অল্প অল্প করে পড়ে শেষ করেছি, অনেক ভালো লাগছে দুইজনের খুনশুটি প্রেম 💛
খুব সুন্দর❤️।সবারই হয়তো বুকটা একবার পড়া উচিত।পারিবারিক খুনসুটি,রোমান্টিক আর কিছু বিশেষ শিক্ষাও আছে। একটা উপন্যাসের মধ্যে যাতে থাকা উচিত তার সবই আছে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল প্রভা আপু। আশা করি মধু সখা গল্পটা ইবুক হিসেবে তাড়াতাড়ি পাব।
প্রভা আফরিন আপুর " অনুনয়ে প্রণয় " গল্পটা পড়তে গিয়ে রাসিফ লিখির মধ্যে একদম ডুবে ছিলাম।প্রথম প্রথম ওদের কান্ডকারখানায় ভীষণ হেসেছি। ওদের দেখা হলেই কোন না কোন অঘটন ঘটা, পরবর্তীতে ওদের বিয়ে, খুনসুটিময় ভালোবাসা যা সবটাই মন ছুঁয়ে গেছে।এই উপন্যাসে একটি চরিত্র নবীন,যার জন্য আমার ভীষণ কষ্ট লেগেছে। ওকে পড়তে গিয়ে মাঝে মাঝে আবার ভীষণ রাগও লেগেছে! আজকাল দিনে হয়তো এমন ছেলে খুঁজে পাওয়া যায় না যে পরিবারের জন্য সর্বস্ব ত্যাগ করে! এমনকি নিজের ভবিষ্যৎ সম্পর্কেও ভাবে না।অথচ বিপরীতে ওর পরিবার কিন্তু ঠিকই ওর থেকে সুবিধা নিয়েছে। বিনিময়ে পরিবারের পেছনে একটা ছেলে নিজের সর্বস্ব যে দিয়ে দিয়েছে তার অসুখ হলেও খোঁজ পর্যন্ত নেওয়ার কেউ ছিল না। শেষপর্যন্ত নবীন চরিত্রটির নেওয়া সঠিক সিদ্ধান্ত যা পাঠক হিসেবে আমি মনে মনে চেয়েছিলাম তার বাস্তবায়ন দেখে ঠোঁটের কোণে হাসি লেপ্টে ছিল। এই গল্পের আরেকটা চরিত্র যার সম্পর্কে না বললেই নয়। সেই চরিত্রটি হলো রুনি।এই বোকা বোকা মেয়েটা পুরো গল্পটাকেই যেন মাতিয়ে রেখেছিল।রাসিফ আর রুনি এই দুই ভাই বোনের ভালোবাসা পুরো গল্প জুড়েই ছিল। আহ্লাদি বোনের সকল আবদার কি সুন্দর করেই না পূরণ করেছে। পুরো গল্প জুড়েই এমন আরও অনেক চরিত্র রয়েছে যাদেরকে পাঠ করে পরম ভালো লাগায় মন ছেয়ে গেছে। মুনিয়া,লিথি, রুনির শাশুড়ি, পূর্নিমা প্রত্যেকটি চরিত্র এই উপন্যাসে প্রাণ সঞ্চার করে গেছে। পরিশেষে এটাই বলব, আমার প্রথম ইবুক পড়া নিঃসন্দেহে স্বার্থক হলো। ধন্যবাদ লেখিকা আপুকে এমন সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য। ভালোবাসা অফুরন্ত 🥰
অসাধারণ একটি গল্প ছিল।