হাফ আখড়াই সাহিত্যের শাখা বিচারে নাটক আর বাস্তবতার বিচারে ঊনিশ শতকের প্রামাণ্য দলিল। নাট্যকার ইতিহাসের একটি সামান্য আর বাংলা গানের নানা পরীক্ষণকে সূত্র অবলম্বন করে এ নাটকের মাধ্যমে তৎকালীন সময়কে তুলে এনেছেন। বলা যেতে পারে নাট্যকার অধ্যপক ড: রতন সিদ্দিকীর নিরীক্ষাধর্মী কাজ এটি। তিনি ইতিহাস থেকে রামানিধিগুপ্ত, শ্রীমতি, মোহনচাঁদ বসু, গঙ্গানারায়ণ-এর মতো চরিত্রের পাশে দাড় করিয়ে দিয়েছেন নিকুঞ্জ বিহারী ঘোষ, হরিশচন্দ্র, শ্যামদাস, তারাচরণ, কেষ্ট, বলরাম চন্দ্রলেখা, কুন্দ চরিত্রগুলোকে; যারা সেই সময়কে দৃশ্যমান করে তুলেছে। হাফ আখড়াই মূলত সময়ের দৃশ্যায়ন। এ নাটকে বাংলা গানের নানামাত্রিক রূপান্তরের ইতিহাসও উপার্জিত হয়েছে। ঊনিশ শতকের রাজনীতি, অর্থনীতি, সামাজিক,