সুমনা ওর তথাকথিত ইতর টাইপ বয়ফ্রেন্ড আবিরকে শাস্তি দিতে আর তার উপর রাগ ঝারতে বিয়ে করল আবিরের-ই বাবাকে। সুমনার থেকে গুনে গুনে পঁয়ত্রিশ বছরের বড়ো বুড়ো লোকটাকে বিয়ে করল ও। যতদূর শুনেছে লোকটার বয়স পঞ্চান্ন বছর। ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবই আছে। সুমনা সবে কুড়িতে পা দিল। কুড়িতে এক বুড়োকে বিয়ে করে নিজেকে বুড়োর বুড়ি করে নিল। রম্য ধাচে লেখা এটা একটা প্রতিশোধের গল্প। একটা রাগের গল্প। যেখানে প্রেমিকের প্রতারনার জবাব দিতে, তাকে শাস্তি দিতে সুমনা ওর প্রেমিক এর বাবাকে বিয়ে করে নেয়। ভেবেছিল রাগের বশে নেওয়া ওর এ সিদ্ধান্তের মাধ্যমে প্রেমিককে শায়েস্তা করবে, কিন্তু কথায় বলে না, অতিরিক্ত রাগ কখনো কল্যান বয়ে আনে না। রাগ অধিকাংশ সময় বিপদ-ই ঢেকে নেয়। সুমনার জীবনেও তা-ই ঘটল। রাগ করে নেওয়া ওর সিদ্ধান্ত ওর-ই জীবনটাকে ওলট পালট করে দিলো। রাগ করে নেওয়া সুমনার এ সিদ্ধান্ত কী সঠিক? তা জানতে হলে পড়তে হবে পুরো গল্পটি।
অন্যরকম একটা ভালো লাগার মতো গল্প। আসলেই রাগ মানুষ কে দংশ করে দেয়। তাছাড়া হাদিসেও আছে রাগ মানুষের ঈমান নষ্ট করে দেয়। মনাপাখি ভালো লাগলো গল্প টা পড়ে।
Read all reviews on the Boitoi app