মানুষ মাঝেমধ্যে তাঁর নিজেকেই বুঝতে পারে না। চেনা অবয়বের আড়ালে সম্পূর্ণ অচেনা এক সত্তা এসে দাঁড়ায়। সেই সত্তা নিজের সঙ্গে লুকোচুরি খেলে, নিজেকে মিথ্যা প্রবোধ দেয়। ভালোবাসার অভিব্যক্তিটাও গোপন করতে চায়। কখনও সে আবার মিথ্যার বেসাতি করে। তখন চেনা মানুষকেও ভয়ংকর রকমের অচেনা মনে হয়। নানান রকম মানুষের ভিন্ন ভিন্ন তিনটি গল্প নিয়ে "শুধু তোমার জন্য।"
ভীষণ ভালো লেগেছ, প্রতিটি গল্পই সুখপাঠ্য। সানিয়া ও তিতাসের পরবর্তী জীবন জানতে ইচ্ছে করছে, সম্ভব হলে লিখবেন প্লিজ।
Read all reviews on the Boitoi app
চমৎকার লেখা! সুখপাঠ্য।
লেখনী খুব সুন্দর, গল্প গুলোর প্লট ও সুন্দর ছিল। সব মিলিয়ে ভালো লেগেছে
প্রিয় ফারজানা আপার নতুন ইবুক "শুধু তোমার জন্য" এর প্রথম গল্প "অমানুষ" খুব সুন্দর একটা গল্প, আর গল্পের টুইস্ট ছিল এককথায় দারুণ! দ্বিতীয় গল্প "নিয়তি" তে পূর্বপুরুষের বিষয়সম্পত্তি আর সেগুলো ঠিকমতো ভাগ বাটোয়ারা না করার ফল যে কত নিষ্ঠুর ও নির্মম হতে পারে সেটা খুব সুন্দর করে উঠে এসেছে। তৃতীয় গল্প "শুধু তোমার জন্য" সুন্দর একটা প্রেমের উপন্যাসিকা। একসময়ে যার নাম শুনতে পর্যন্ত পারতো না, তার প্রেমে কী পড়লো সানিয়া?
ভিন্ন স্বাদের সুন্দর সাবলীল তিনটি গল্প। সবচেয়ে ভালো লেগেছে নিয়তি। অনেক শুভকামনা রইল লেখিকার জন্য।
মন ছুঁয়ে গেলো❤️ বই শেষ হয়ে যাবে কিন্তু ভালো লাগার রেশটা রয়ে যাবে🧡🧡