" আমি যে চইলা যামু তোমার খারাপ লাগতাছে না?" ইফতেখারের কথা শুনে চুলে শাপলা গুঁজতে গুঁজতে ইফতেখারের দিকে তাকায় নোলক।শাপলাটা চুলে ভালোভাবে গুজে বলে,,, "খারাপ লাগবো ক্যান?ব্যাডায় তো শহরেই যাইতাছে।বিয়া করবার তো যাইতাছে না! " কথাটা বলে আরও বেশ কয়টা শাপলা,পদ্ম তোলে নোলক।সেগুলোর ডাটা ছিড়ে গহনা বানিয়ে নৌকায়ই নিজেকে সাজায় নোলক।আঁচল খুলে লম্বা ঘোমটা দিয়ে বলে,,,, "দেহেন তো বউ বউ লাগতাছে কি না!" "তোমারে এমনিতেই সুন্দর লাগে।বউ বউ লাগে।" বিমোহিত কন্ঠে বলে ইফতেখার।নোলক হেসে বলে,,, "এরপরে যহন শহর থিকা আইবেন তহন কইল নোলকরে এমনে সাজাইয়া নিয়া যান লাগবো।আগে থিকাই কইলাম পদ্ম আর শাপলার গহনা ছাড়া আমি বউ সাজমু না।" ইফতেখার কিছু বলে না।সে বিমোহিত দৃষ্টিতে নোলকের পানে চেয়ে তাকে।ইফতেখারের চাহনি দেখে নোলক ভীষণ লজ্জা পায়।সে ইফতেখারের দিকে পানির ছিটা মারে।ইফতেখারের ধ্যান ভাঙে।নোলক হাসতে হাসতে বলে,, " এমনে ড্যাব ড্যাব কইরা চাইয়া থাকবেন না। আমার শরম করে।আর এবা কইরা দেখলে দেহা ফুরায় যাইবো।বিয়ার পর যত মঞ্চায় দেইখেন।" " পরাণপ্রিয়াডারে কয়েকমাসের লাইগা মন ভইরা দেইখা লইতাছি।আবার কবে না কবে আমু!কয়েকটা মাস মনরে এইডা কইয়া স্বান্তনা দিবার পারমু!"
মা'শাআল্লাহ, আমার জেলার লেখিকার এত চমৎকার, সৃজনশীলতা, ভাবুক এবং শব্দের গাঁথুনির মাধুর্যতা আমাকে একটা অন্যরকম অনুভূতি দিয়েছে, তবে লেখার সময় কিছু শব্দের প্রয়োগ এবং লিখনির প্রতি আমার একটা অনুরোধ থাকবে লেখিকা যেন আরও সাবধানতার সাথে লিখেন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা🥰💖
Read all reviews on the Boitoi app
এমনিতে ভালো লাগছে মাশাল্লাহ লেখার ধরন গল্পের স্কিপ স্পট গল্পের যে সময় প্রেক্ষাপট নিয়েছো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালই লিখছো এবং ভালোই ছিল উপন্যাস টা