গল্পটা এক চঞ্চল মেয়ের গল্প। যার চঞ্চলতায় মেতে ওঠে চারিপাশ। যার প্রগাঢ় প্রণয়ে মন কেড়ে নেয় এক নিষ্ঠুর পুরুষের মন। দিনকে দিন উতলা হতে থাকে নিষ্ঠুর মানবটির প্রতি। কিন্তু হঠাৎ চঞ্চলাবতীর মন উঠে যায়, ভুলতে থাকে, সবকিছু। একপর্যায়ে তার মস্তিষ্ক থেকেও মুছে যায় প্রিয় মানুষটির নাম। এর পরের গল্প কী হয়? সে কৌ আদৌও চিনতে পারে প্রিয় মানুষটিকে? ফিরে পায় সন্তপর্ণে? নাকি হারিয়ে ফেলে চিরতরে?
ekkothay just wow ❤️🩹❤️🩹
Read all reviews on the Boitoi app
আসসালামু আলাইকুম আপু, গল্পটি সত্যিই খুবই ভালো লেগেছে। ১০ বছরে কতো ঝড় গেছে ২ জনের মধ্যে তাও তারা কেউ কাউকে জানাই নি প্রতিজ্ঞা বদ্ধ থাকার কারণে, আর ৮ বছরে নায়িকা মানসিক অসুস্থ, তাও নায়কের খালাতো ভাই বন্ধু হিসেবে তাকে সুস্থ করার পথে ছিলো, সত্যিই আপু তুমি মানে গল্পে টুইস্ট থাকবেই। আরো ভালো ভালো ই-বুক পাবো আশা করছি।
সুন্দর অনেক বেশি।
খুব ভালো লেগেছে।
মন মাতানো গল্প এটা। সম্পূর্ণ গল্প পড়ে খুবই ভালো লাগল। এতটা দূরত্ব বজায় রেখেও এত ভালোবাসা যায় তা এই গল্প না পড়লে বুঝতে পারতাম না। সব মিলিয়ে অসম্ভব সুন্দর হয়েছে গল্পটা।
চমৎকার হয়েছে গল্পটা ❤️🩹❤️🩹✌️😍 মন মাতানো বাক্য চয়ন আর এতো সুন্দর কাহিনি যা বলে বোঝানো যাবেনা 😍 গল্পের ধারাবাহিকতা সাজিয়ে গুছিয়ে লেখা সব মিলিয়ে মনকাড়া লেখনী 😍❤️🩹 ধন্যবাদ লেখিকা আপুকে এতো সুন্দর একটা গল্প উপহার দেওয়ার জন্য ❤️🩹
দারুণ একটা গল্প🤩🤩🤩
আসসালামু আলাইকুম আপু। আপনার লেখা বরাবরের মতোই মাশাআল্লাহ চমৎকার। গল্পটা অসম্ভব সুন্দর ছিল। সাদামাটা মন ভালো হয়ে যাওয়ার মতো একটা গল্প। দুরত্ব যতোই বাড়ুক সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায় না বরং আরও বেশি গাঢ় হয়। গল্প পড়তে গিয়ে মনে হয়েছে ইশশ! এতো তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। এতো মিষ্টি একটা গল্প উপহার দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া। আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা 🥰🥰 ইশরাত জাহান মুমু 💖
এই বইটি একদম অসাধারণ মন মাতানো। ভীষণ ভীষণ ভালো লেগেছে, একদম মন ছুঁয়ে গেছে। গল্পটি বুঝিয়ে দিয়েছে দূরত্ব যতই হোক ভালোবাসা সঠিক হলে কখনো হারায় না বরং আজীবন থেকে যায়। ❤️🥰🖤