ইশমাম উজ্জ্বল শ্যামবর্ণের দীর্ঘ দেহী পুরুষ আর মোনা অনিন্দ্য সুন্দরী কেও না। ওর না আছে সুন্দর মুখশ্রী, না আছে দুধে আলতা গায়ের রঙ। মাঝারি উচ্চতার, মোটামুটি স্ব্যাস্থের গড়পড়তা একটি মেয়ে ও গায়ের রঙটাও আবার একটু চাপা। একজোড়া সাগর চক্ষু ছাড়া বলার মতো কিছুই নেই ওর। মোনার ভয় হয়, ও খুঁজেই পায় না ইশমামের মতো একজন ওকে ভালোবাসার কারন। ওর বান্ধবীরা তো বিশ্বাসই করতে চায় না যে ইশমামের মতো কেও ভালোবাসতে পারে মোনাকে। মোনা একদিন ওকে পরিচয় করে দিলো বান্ধবীদের সাথে। সকলে একবার মোনাকে দেখে তো আরেকবার দেখে ইশমামকে। ইশমামের আন্তরিকতায় ভুল ভাঙে ওদের। তবুও মোনার আশংকা যেন পিছুই ছাড়ে না। ঘুরতে যাওয়ার দিন গুলোতে ওদের নৌকাটা যখন লোকালয় থেকে দূরে নদীর মাঝখানে পৌঁছে যায় ইশমাম তখন মোনার কোলে মাথা রেখে শোয়। প্রায় সময়ই এ পর্যন্ত কম করে হলে শতবার প্রশ্ন করেছে ও ইশমামকে- 'এত সুন্দর তোমার আমাকে ভালোবাসার কারন কি?'
সত্যিকারের ভালোবাসার জয় হয়ই😊💜
Read all reviews on the Boitoi app
সুন্দর লেখনী
দিদি ভাইয়ের গল্প মানে অসাধারণ, খুব সুন্দর হয়েছে গল্পটা। এত গভীর ভালোবাসা হারিয়ে গিয়েও আরো ফিরে পাওয়ার গল্প সত্যিই অসাধারণ লেখনি। মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল😊
গল্পটি অন্যরকম সুন্দর ছিলো। গল্পের নায়কের মনমানসিকতা আর মনের মানুষের প্রতি নিখুঁত ভালবাসা নিঃসন্দেহে প্রশংসনীয়। দুজনের৷ বিচ্ছেদের পর আবার মিল করিয়ে লেখিকা গল্পের নামের সার্থকতা একটু অন্যভাবে তুলে ধরেছেন।নৌকায় ভ্রমনের চমৎকার দৃশ্যপট লেখিকা যেন নিজ তুলিয়ে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন যা আমি গল্প পড়েও স্বচক্ষে অনুধাবন করেছি। সব মিলিয়ে লেখিকার লেখার হাত আলহামদুলিল্লাহ ❤️❤️
খুব ভাল লগেছে গল্পটা। গল্প পড়ে নৌকায় করে চরতে, রাতের নদী, নৌকায় রান্না করা খাবার খেতে ইচ্ছে হচ্ছে,
গল্পটা দারুণ ছিলো, ইশমামের মানসিকতা নিঃসন্দেহে প্রশংসনীয়। নৌকায় ভ্রমণের অংশ টুকু আমি যেন নিজ চোখে দেখেছি গল্প পড়ার সময়। সব মিলিয়ে ভালো ছিলো, শুভকামনা রইল
No doubt writing skill is just awesome.. and eta amr one of the best reading stories because ei story r maddhome onk kichu shikhar ache..
প্রিয় ভুল থেকে আপুকে চেনা এরপর সসেমিরা, এরপর মিসম্যাচ ❤️ অসাধারণ লেখনী। এত জলদি কেন শেষ হলো মিসম্যাচ এটাই মনে হচ্ছিল।
//মিসম্যাচ-অমিল,,আসলেই কি সবসময় পূর্ণতা না পাওয়া সম্পর্ক গুলো মিসম্যাচ থাকে?না-কি শুধু পরিস্থিতির আড়ালে চাপা পড়া নিখাঁদ ভালোবাসা, যা শুধুমাত্র স্বপ্নের সংসারই শুধু পাতাতে পারে না! গল্পের শুরুতে ইনায়ার অপূর্ণ ভালোবাসা দেখে মন কেমন করে উঠা তখনই শান্ত হবে যখন ইনায়ার এক সময়ের ভেসে আসা আবেগ তার বর্তমান জীবনসঙ্গিনীর জীবন নরক যন্ত্রণা তুল্য করে তুলে।না থাকুক ভালোবাসা তবুও এত নির্যাতন কেনো?তখন নীরবের ভালোবাসাকে আসলে ভালোবাসা নয় মিথ্যা অভিনয়ই মনে হবে।কিন্তু জীবন ইনায়ার সাথে প্রতারণা করেনি,তার বাবা-মার আত্মত্যাগ, নিজ শিকড় বদলে অজপাড়া গাঁয়ে চলে আসা, সবকিছুই ইনায়ার সুন্দর সংসারের মাঝে পূর্ণতা পায়।ইশমামের প্রতি মোনার অবহেলার অংশটুকু দারুণ চমৎকার। যখন ধীরে ধীরে অবহেলা প্রণয়ে রুপান্তরিত হয় তখন দুজনের অনুভূতি, বোঝাপড়া থাকে একদম মনে দাগ কাঁটার মতো।এত সুন্দর সম্পর্ক কি শেষ পর্যন্ত সত্যি মিসম্যাচ হয় না-কি পূর্ণতা পায়?// //গল্পটি পড়ে আমারো মাঝরাতে নৌকার পাতাটনে শুয়ে শুয়ে চাঁদ দেখতে ইচ্ছে করেছে,কখনোবা মাঝির হাতের চমৎকার রান্না করা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত সাথে সদ্য তোলা টমেটোর ভর্তা খেতে ইচ্ছে করেছে।নদীর নতুন চড়ে শুয়ে ঘাসের উপর কারো সাথে গল্প করতে ইচ্ছে করেছে।// //দুনিয়ার কোন কিছুই এখন আমি ভয় পাই না,তোমাকে হারানোর ভয় ছাড়া। যার যা স্বভাব তা জীবনেও যায় না,কয়লা ধুলে যেমন ময়লা যায় না তেমনি।একজন মানুষ কতদিন ভান ধরে থাকে একসপ্তাহ, একমাস, একবছর?তারপর ঠিকই তার আসল রুপটা সামনে চলে আসে। লাইফে সুখি হওয়ার জন্য চাকচিক্য আর সৌন্দর্যের চেয়ে কমফোর্ট ই বেশী দামী।// এমন আরো কত গুলো সুন্দর সুন্দর কথা ছিলো। //ইশমামের ভালোবাসা,মোনার ত্যাগ, রিজভীর ধৈর্য ধরে ভালোবাসাকে আপন করে নেওয়ার অপেক্ষা, ইনায়ার সুখী দাম্পত্যের ভীরে আমার সবচেয়ে বেশী খারাপ লেগেছে তাসাউফের ইলার জন্য! আহা, একাকিত্ব,এই একাকিত্বই এখম তাসাউফের সঙ্গী। //
এত দ্রুত কেন শেষ হয়ে গেলো 🙄। নৌকার অংশটুকু ভালো লেগেছে। ওদের প্রেমের শুরু হওয়াটা ভালো ছিলো। আপুর গল্প মানেই শেষে চমক। ঠিক যেমন অনাহুত, সসেমিরা তে ছিলো তেমনি। সত্যি চমকিত হয়েছি শেষ অংশে। ধন্যবাদ আপু নতুন আরো একটা গল্পের অপেক্ষা...