দম্ভে অন্ধ রুদ্র বহুবার সেঁজুতি নামক চঞ্চল-ছটফটে তরুণীর প্রেমে পড়েছে। এটি একটু ব্যতিক্রমী গল্প, ব্যতিক্রমী চরিত্র। তবে মৌসুমের এই কাহিনী সেই হৃদয় নিংড়ানো প্রেমের প্রবাহে হারিয়ে যাওয়ার। ঝগড়া, খুনসুটি, চক্ষুশূলতার পর রুদ্র-সেঁজুতির প্রণয়কাব্য আরেকবার শুরু হয়।
আপুর অন্যান্য লেখার মতো অনেক বেশি সুন্দর
Read all reviews on the Boitoi app
Best book forever.❤️🫶🏻
রুদ্র সেজুতি আমার বরাবরের পছন্দের একটা, জুটি। কিন্তু এখানের রুদ্র সেজুতি মনে দাগ কেটে গেছে,, কি সুন্দর একটা গল্প,, রুদ্র সেজুতির সংসার দেখার আক্ষেপ গুচলো আমার🥰🥰 সত্যি অনেক সুন্দর হইছে আপু,,, তুমি সত্যি অসাধারণ লিখ,,,
প্রিয় জুটি 🤗🌷
রুদ্র আর সেঁজুতিকে নিয়ে শুধু পড়তেই ইচ্ছা করে, পড়তেই ইচ্ছা করে, পড়তেই ইচ্ছা করে, ওদেরকে নিয়ে কি আর বলবো এক কথায় ফ্যান্টাস্টিক কাপল ওরা... আর তোমার লেখা ফেসবুক বলো আর ইবুক বলো খুবই অসাধারণ হয় আপু... অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য ❤️❤️❤️❤️
অনেক সুন্দর হয়েছে 🥰🥰 সেঁজুতি আপু গো তোমার লেখার তুলনা হয় না। আমাদের এতো সুন্দর গল্প উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ 🙏
আরেকটু বড় হতে পারতো 😭
এদের নিয়ে যত পড়ি ততই ভালো লাগে। রুদ্রর রাগি গম্ভীর চরিত্র কা ওর সাথে ভালো যায়। সেঁজুতি চরিত্র টা এবার একটু বেশি ভালো লেগছে।ওর দুষ্টুমি,বোকা বোকা কথা খুব সুন্দর ছিলো।
অসাধারণ একটা গল্প
লেখিকা দিদির পড়া প্রথম গল্প হল "এক সমুদ্র প্রেম" তারপর পড়া হল "প্রনয়" ... অসম্ভব এক ভালো লাগার চরিত্র দুটি হল এই সেঁজুতি আর রুদ্র... যারা একে অপরের দিক থেকে বিপরীতধর্মী হলেও কোনো এক অদৃশ্য টানের ন্যায় মিলিত হবেই as I always believe in that "opposite attracts most"❤️ সেঁজুতির চঞ্চলতা আর রুদ্রর গাম্ভীর্যতা এক আলাদা দুনিয়ার নিয়ে যায়... গল্পের concept টা এতটাই সুন্দর যেটা ভাষায় প্রকাশ করা যাবে না ❤️ সব মিলিয়ে গল্পটা চমৎকার লেগেছে পড়তে ❤️ এই ভাবেই এগিয়ে যাও আর সুন্দর সুন্দর গল্প লিখে আমাদের উপহার দিও লেখিকা দিদি ❤️