বড়লোক ঘরের ছেলে রক্তিমের সাথে চুক্তি করে তার বাড়িতে নকল বউ হয়ে প্রবেশ করে সুরভী। শহরের আধুনিক মেয়েটি সাজে গরীব ভোলাভালা মেয়ে পূর্ণিমা। চুক্তিটা টাকার বিনিময়ে হলেও সুরভীকর আসল উদ্দ্যেশ্য কি শুধুই টাকা? নাকি এর পেছনে আরো বড় কোন রহস্য লুকিয়ে আছে? সেসব কিছুর উত্তর মিলবে "প্রতিশোধের গল্প" বইটাতে।