"অথৈয়ের তন্নি, তুমি আমার এক ভিন্নধর্মী অনুভূতি। তুমি আমার মায়াবতী। প্রতি সেকেন্ডে আমি তোমার প্রেমে পড়ে যাই। আমার সমস্ত ভাবনা কেবল এবং কেবলই তোমাকে ঘিরে।" অর্ণবের মুখে এমন প্রেমবাক্য শুনে আয়নার সামনে দাঁড়িয়ে তন্নি নিজেকে দেখতে থাকে। সে কি সত্যিই আহামরি সুন্দরী? হ্যাঁ, আগে ছিল সে সুন্দরী। কিন্তু এখন? এখন তো তাকে দেখলে যে কেউ ভয় পেতে পারে! তবুও কেন অর্ণব তাকে এত ভালোবাসে? তন্নির মনের ভেতরের দোলাচল যেন বুঝে যায় অর্ণব। সে তন্নির সামনে হাঁটু গেড়ে বসে, তন্নির গালে আলতোভাবে হাত রেখে বলে— "তুমি এখনো অপরূপ সুন্দরী। তোমার রূপের কাছে হার মানবে পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীরা। নিজেকে নিয়ে কখনোই আফসোস করবে না, মায়াবতী। তোমাকে দেখে বরং অন্যরাই আফসোস করবে। বুঝলে?" তন্নি হেসে মাথা নাড়ে।
গল্পটা পড়ে আমার এত ভালো লেগেছে বলে বুঝাতে পারব না 😍😍😍
Read all reviews on the Boitoi app
অনেক সুন্দর হইছে
খুব খুব সুন্দর হইছে আপু গল্পটার দ্বিতীয় খন্ডটা সবচাইতে বেশি ভাললাগছে অর্নবের বলা তুমি আমার সখের নারী 🥰🥰🥰
অনেক শুন্দর বইটি। সবাইকে পড়ে দেখার অনুরুধ রইল।