জীবনে হুট হাট এমন সব ঘটনা ঘটে যায় যা আমরা কল্পনাতেও ভাবিনা। অনিশ্চিত এই জীবনে সময়ের স্রোতে এমন কিছু মানুষের আগমন ঘটে যাদের নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের থাকে না। কিন্তু তারপরেও না চাইতেই তাদেরকে পেয়ে যাই। ধীরে ধীরে অদ্ভুত ভাবে সেই মানুষগুলোই আমাদের হৃদয়ে নিজেদের একটা শক্তপোক্ত জায়গা করে নেয়।
"আমার পড়া প্রথম ইবুক এটা, ইয়াজ আর মেজা এই জুটি দিয়েই লেখিকার গল্প পড়া শুরু করেছি, এই জুটি বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, এই গল্পটাও অসাধারণ হয়েছে। ❤️❤️"
অসম্ভব সুন্দর গল্পটি
Read all reviews on the Boitoi app
মেহজা আর ইরফানের গল্প❣️
one of the besttt...
'মেহজাদ'। মেহজা এক চঞ্চলা কিশোরী।কিন্তু সেই কিশোরীর জন্য কি নির্মম দুর্যোগ নেমে আসে ফুফু নামক সম্পর্ক থেকে। কিন্তু এমনটা ঘটে। কিন্তু কিসমত হয়ত অন্য কিছু চাইছিল তাই হয়তো ইয়াদ ওর ঝুলিতে আসে।
গল্পটা ভালো লাগলো। তবে দুই তিন টা পেইজ মিসিং। আশা করি ঠিক করে দেয়া হবে। তারপর আবার নাহয় পড়ব।
আসসালামু আলাইকুম আপু। বইটা খুবি ভালো লেগেছে।অনেক ভালোবাসার, আপু আপনাকে খুজে পাচ্ছি না কোথাও, যদি সম্ভব হয় উত্তর দিয়েন।🥺
Darun ek kothai... Erfan -Meheja dia ami apu k chini ei jutita amer oneak possender.Bestttttt apu eivabai egia jaw!''
হ্যাঁ গল্পটা ইনশিয়াহ আপুর অন্য গল্পগুলোর মতোই ভীষণরকমের সুন্দর। ইয়াজ ক্যারেক্টারটা একদম পারফ্যাক্ট আর মেহজা ক্যারেক্টারটাও ভালো ছিল। কিন্তু আপুর গল্পগুলো অত ছোটো মনে হয় যে এই তো শুরু এই আবার শেষ😥
গল্পটি খুবই সুন্দর কিন্তু ইরফান আর মেহজার কেমিস্ট্রিটা আরেকটু বেশি ফুটিয়ে তুললে আরও ভালো লাগতো।❤️
আমার পড়া প্রথম ইবুক এটা, ইয়াজ আর মেজা এই জুটি দিয়েই লেখিকার গল্প পড়া শুরু করেছি, এই জুটি বরাবরই আমার কাছে অনেক ভালো লাগে, এই গল্পটাও অসাধারণ হয়েছে। ❤️❤️