অদিতি আর নোমান আপাতদৃষ্টিতে সুখী দম্পতি। তবে সমুদ্রপাড়ে সৌরভের উপস্থিতিতে নোমান অদিতিকে নতুন করে দেখতে শুরু করে। রোজ রাতে হাত বাড়ালেই যাকে পাওয়া যায়, তাকে আলাদা করে দেখার ইচ্ছে বা প্রয়োজন বেশিরভাগ পুরুষেরই হয় না। তাহলে কি অদিতিকে নোমান হারিয়ে ফেলবে? নাকি নতুন করে তাকে খুঁজে পাবে?
❤❤❤❤❤.......
Read all reviews on the Boitoi app
গল্পটা আরেকটু আগাতে পারতো হয়তো। হঠাৎ শেষ হয়ে গেল😔। অনেক ভালো লিখেছেন❣️।
অপূর্ব সুন্দর একটা বই, পড়ে ভালো লেগেছে আমার ☺️
এতো চমৎকার একটা লেখা পড়লাম মনটা ভরে গেলো।সবসময়ের মতোই অসাধারণ। এতো সুন্দর করে কক্সবাজারের বর্ননা করেছেন যে চোখের সামনে সব ভেসে উঠেছে।আর আকাশি রঙের শাড়ি পরে ছবি তোলার ইচ্ছে টাও খুব প্রবল হয়েছে।
আপনার সবচেয়ে বড় ভক্তদের তালিকা করা হলে আমি তার মধ্যে একজন।আপনার প্রতিটা ই-বুক তৃপ্তি নিয়ে শেষ করেছি।কোনো বই পড়ে টাকা নষ্ট হয়েছে বলে আফসোস হয়নি।আলাদাকরে কোনো বইয়ের কথা আমি বলতে পারবো না।আপনার সব বই আমার প্রিয়।আরও লেখা চাই আপনার আপু❤️
শুরুটা আর দশটা পরিবারের মতো চমৎকার কিছু দৃশ্য দিয়ে। অদিতি! আপাতত দৃষ্টিতে নোমানের সাথে যার সুখী একটা দম্পত্য জীবন।কিন্তু আসলেই আমরা চোখে যা দেখি তা পুরোপুরি সত্যি হয় না। পড়তে পড়তে অদিতির মতো একরাশ শূন্যতা যেন আমার হৃদয়েও ছেয়ে গেলো। সৌরভের আগমন ভালো লেগেছে কিন্তু কেন জানি নোমান আমাকে অন্য রকম আর্কষণ করেছে। অনেকের কাছে নোমানকে হয়ত মাইন্ড গেম প্লেয়ার বা ডমিনেটিং হাসবেন্ড টাইপ মনে হতে পারে। কিন্তু আমার কাছে নোমানকে উন্নত মানষিকতার একজন স্বামী বলে মনে হয়েছে। সন্দেহ প্রবণতা যার মাঝে নেই। সৌরভকে মন্দ লাগে নি কিন্তু ওর সময়টা হয়ত অনুকূলে ছিলো না। হঠাৎ করেই শেষ হয়ে গেলো। আরও পড়তে ইচ্ছে করছে। অদিতির জন্য একরাশ ভালোলাগা ছিলো শেষটায়। লেখকের ঝরঝরে সাবলীল লেখনশৈলী গল্পে ভিন্ন আমেজ যোগ করেছে। সব মিলিয়ে চমৎকার লেগেছে।
সব সময়ের মত... অসাধারণ
পৃথিবী জয় করতে দুটো জিনিস দরকার, এক মিষ্টি মুখ আর দুই কড়ি! কি সত্য কথা.... সৌরভের জন্য কষ্ট হচ্ছে ভুল সময়ে দেখা হওয়ার আক্ষেপটা বুকে লেগেছে। নোমান নিঃসন্দেহে ভালো মনের অধিকারী। সবমিলিয়ে ভালো ছিলো, তবে হুশ করে শেষ হয়ে গেছে মনে হলো। শুভ কামনা রইলো 🫰
কাহিনীটা এতো রিলেটেবল। একদম বাস্তব লাগলো সবকিছু।যেন অদিতির মাঝে নিজেকে আর নিজের আক্ষেপ গুলিকে দেখতে পারছি। তবে আমার আক্ষেপের জায়গাটা ভিন্ন। কিন্তু দিন শেষে সত্যিই নিজের মানুষটা ছাড়া সবকিছু অর্থহীন।
নোমানকে ভালো লাগছে অনেক।