এক নিকষ আঁধার রাতে মুহুর্তের জন্য দু'জনার দেখা হয়েছিলো। প্রথম ভালোবাসাকে সজ্ঞানে বিদায় দেওয়া লিলি কখনোই ভাবেনি দ্বিতীয় বার কাউকে ভালোবাসা যায়। ঠিক তেমনি প্রথম ভালোবাসার কাছে হোঁচট খাওয়া বেদুইনও জানতো না দ্বিতীয় বার কোন মেয়ের প্রেমে পড়বে সে। দুজনার কেউই জানতো না তাদের জীবনে দ্বিতীয়বার আসা ভালোবাসার অনুভূতি ছাড়িয়ে যাবে প্রথম ভালোবাসাকে। মুহূর্তের দেখাটা চিরস্মরনীয় হয়ে রবে তাদের জীবনে।
বেদুইন-লিলিয়ানের সংসার জীবন ভীষণ ভালো লেগেছে! সমাপ্তিটা দারুণ!❤️❤️❤️
Read all reviews on the Boitoi app
অবশেষে মেয়ে টা একটা সুখী পরিবার পেলো। এবার বেদুইন আর আন্ডা বাচ্চা নিয়ে জীবন ভালো কাটুক এন্ডিং টা চমৎকার হয়েছে।আপনার লেখার অসাধারণ গাথুনী এ আবার ও অবাক হলাম। পরবর্তী লেখার অপেক্ষায় থাকবো আপু।🥀
আপু,সিরিজের বাকি দুইটা বই ই বের হওয়ার সময়ই কিনেছি.... কিন্তু পড়া হয় নি... লিলিয়ানে যাযাবর যখন বললেন ওই দুইটির সিকুয়েল... তখন কিনে তিনটাই একসাথে পড়লাম....চমৎকার লাগলো.... লিলির জীবনের ত্যাগ, প্রথম ভালবাসা,আবার থাকে স্ব ইচ্ছায় হারানো... আবার জীবনে অন্যভাবে বেদুঈন আসা.... সবই খুব ভালো লেগেছে,বাস্তব...
অনেক ভালো লেগেছে লিলি ও বেদুইনকে,আবার বদরুল ভাইয়ের জন্য খারাপ লেগেছে, প্রত্যেকটি চরিত্রকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।
অনেক অপেক্ষার পর লিলি ও বেদুইনের ভালোবাসায় সমাপ্তি টা চমৎকার ছিলো❤️
সুখ সুখ গল্প একটা অবশেষে রাজা রানী সুখে জীবন কাটাতে থাকে বাকিগুলো পড়েছি, শেষ হলো লিলির জীবন নেতিবাচক তেমন কিছু নেই, থাকলেও বাদ তবে অল্প কিছু বানান ভুল আছে ভালো হয়েছে
খুবই ভালো লেগেছে লিলি আর বেদুইনকে। 😍😍😍😍
আপু আপনার গল্প মানেই অন্যরকম কিছু।
লিলির অপরিসীম ভালোবাসার সংসারের জীবনী এক নিঃশ্বাসে পড়ে শেষ করলাম। লেখকের কাছে চির কৃতজ্ঞ থাকবো এমন অসাধারণ একটি উপন্যাস আমার স্মৃতির পাতায় গেঁথে দেয়ার জন্য 🥰