মিশকালো দেখতে এক মেয়ে হাত-পা দিয়ে ঠিক বাদুড়ের মতো করে আমার মাথার ওপর সিলিং এ ঝুলছে।
অসাধারণ। শেষেরটা পড়ার সময় আমার মনে হচ্ছিলো আমার কেন এমন ফ্রেন্ড নাই। শুরুতে ভেবেছিলাম আজকে রাতে হয়ত ঘুমাইতে পারবনা। অনেক ভয়ানক হবে। কিন্তু পড়ে এত ভাল লাগবে বুঝিনি। ❤️
Read all reviews on the Boitoi app
কয়েকটি গল্প দিয়ে সাজানো বইটি। অপ্রাকৃত বিষয় নিয়ে লেখা গল্পগুলো আপনার অবসর মূহুর্ত খুব সুন্দর কাটবে। লেখকের জন্য শুভকামনা।
আপুর লেখার সাথে অনেক আগে থেকেই পরিচিত। নিঃস্ব বরাবরের মতোই চমৎকার হয়েছে এই গল্প সংকলনটিও। বাস্তব অবাস্তব দোলাচালে শেষ হয়েছে গল্পগুলো। রগরগে বর্ণনা ছাড়াই গা হিমহিম, আবার ভৌতিকও ঠিক নয়। পরাবাস্তব লেখা যারা ভালোবাসেন তাদের নিঃসন্দেহে ভালো লাগবে
গল্পগুলো ভয়ের নয় কিন্তু গল্পগুলো ভয়কে জয় করারও নয়। অকাল্পনিকের ৫টি গল্পই বাস্তব অবাস্তব ঘটনার মিশ্রণে রচিত হয়েছে। প্রতিটা গল্প একটি থেকে অপরটি ভিন্ন। কিন্তু প্রতিটা গল্প শেষ করার পরই মনে হয়েছে এমনটা কি আসলেই হতে পারে? আরে না এমনটা হওয়া সম্ভবই না সব মনের ভুল ধারনা। কিন্তু আবার পরক্ষণেই মনে হয়েছে তাহলে এটা কী ছিলো? কীভাবে এমনটা হলো? এর পিছনে যথাযথ ব্যাখ্যাটা কী আসলে। গা ঘিনঘিন করা, রগরগে ভয়ংকর, বিভৎস বর্ননা গল্পগুলোতে ছিলো না। কিন্তু গল্পগুলোতে এমন কিছু ছিলো যা আপনার মন, মস্তিষ্ক ও শরীরে ভয়ের শিরশিরে অনুভূতি জাগিয়ে দিবে। কিছু সময়ের জন্য পাঠক রহস্যের অন্য এক ভুবনে বিচরণ করতে বাধ্য হবে। মনে বিভিন্ন রকম অকাল্পনিক রহস্যের জাল বুনতে শুরু করবে প্রতিটা গল্প পড়ার পর। সব মিলিয়ে চমৎকার একটা রহস্যময় সংকলন এটি। লেখকের ঝরঝরে ভৌতিক বর্ননা ও রহস্যময় সমাপ্তি প্রতিটা গল্পের মোড়ে টুইস্ট বইটিকে আরও গ্রহণযোগ্য করে তুলেছে আমার কাছে।
মোট ৫টি গল্পের সমন্বয়ে সাজানো হয়েছে বইটি। যে গল্পগুলো আমাদের আশেপাশের খুব পরিচিত। যার কিছুর ব্যাখ্যা আছে আবার কিছুর ব্যাখ্যা নেই। অতিপ্রাকৃত গল্পগুলো কাল্পনিক কিংবা সত্যি... কে জানে! প্রথম ২-১টা গল্প খুব সাদামাটা হলেও শেষ গল্পটা ছাড়িয়ে গিয়েছে সবগুলোকে। যতটা ভালো লাগার রেশ রাখে ঠিক ততটাই যেন বিষাদে পরিপূর্ণ করে দেয়! সেই সাথে বরাবরের মতো লেখকের লেখনশৈলী মুগ্ধ করে। সব মিলিয়ে বেশ ভালো লাগার একটি বই।