নৈর্ব্যক্তিক ভাবনার কোমল চঞ্চু ছুঁয়ে অক্ষরে অক্ষরে বুনে যাওয়া এক কবি সানজিদা এস কে। অসাধারণ উপমা আর শৈল্পিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটেছে তার প্রতিটি কবিতায়। প্রেম ভালোবাসা বিরহকে অলঙ্কার করে প্রকৃতির ক্ষুদ্রাতিক্ষুদ্র তুলে ধরেছেন নান্দনিক অক্ষর বিন্যাসে। ভাবগভীরতাই তার কবিতার মুল বিষয়। ‘নীলপদ্মের খোঁজে’ কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় আছে কোমল হৃদয়ের কল্পনাপ্রবন চিন্তাভাবনা ও বাংলাদেশের ঋতু আকাশ মেঘ নদী সবকিছুর সংমিশ্রণে এক অভিন্ন ধারা ফুটিয়ে তুলেছেন ‘নীলপদ্মের খোঁজে’ তার প্রথম কাব্যগ্রন্থে।