সমাজে আজ চারদিকে কেবলই হাহাকার ধ্বনি। অশান্তি আর কষ্টের ধোঁয়ায় আঁধার এ ধরণীতল। মারামারী, হানাহানি আর জাতিতে-অজাতিতে কোন্দলে পর্যুদস্ত মানবজীবন। সাম্য, উদারতা ও ক্ষমা এসব তো কবেই বিদায় নিয়েছে সমাজ থেকে। স্বার্থ আর সুবিধাভোগই হয়ে গেছে মানুষের মূল লক্ষ্য। সহযোগিতা, পরোপকারিতা ও উত্তম আচরণের আশা সুদূর পরাহত। চারদিকে জুলুম, অত্যাচার, অনাচার আর অশ্লীলতার চিত্র দৃশ্যমান। কোথাও নেই এক ফোঁটা শান্তির ছোঁয়া। এ পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনে মূলত সব দায়ভার আমাদেরই। আমরা যদি ইসলামের পূর্ণাঙ্গ জীবন-বিধান মেনে চলতাম, তাহলে এ দুনিয়াই হয়ে উঠতো আমাদের কাছে পুষ্পকানন।