জার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতির ঘরে ঘরে তাঁর প্রতি অপরিসীম শদ্ধা, ভালোবাসা আর অনুরাগের অপূর্ব মিশেলে চমৎকার এক আবেশ ছড়িয়ে আছে। নয়ন সম্মুখে তিনি নেই। তবুও সবার অনন্য ভালোবাসায় সিক্ত মহান এই মানুষটি। বাঙালির প্রাত্যহিক জীবনযাপনে, কর্মচাঞ্চল্যে, চিন্তা-চেতনায় বঙ্গবন্ধু আছেন সবসময়ই। তাঁকে বাংলাদেশের হৃদয় থেকে মুছে ফেলা সম্ভব নয়। যদিও অনেক ষড়যন্ত্র হয়েছে, স্বৈরাচারীর কঠিন নিষ্পেষণ চালানো হয়েছে তাঁর নাম, তাঁর অনিন্দ্য চেতনা মুছে দিতে। নানাভাবে কলঙ্কিত করতে অপতৎপরতা চালানো হয়েছে। কিন্তু সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে। বঙ্গবন্ধু রয়ে গেছেন সবার অন্তরে একজন পরম প্রিয় ব্যক্তি হিসেবে। তিনি বাঙালি জাতির স্বাধীনতার স্বপড়ব দেখেছেন। যোজন যোজন দূরের স্বাধীনতার স্বপড়বকে বাস্তবে রূপ দিয়েছেন। স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি তিনি।