নিজেকে নিয়ে ভীষণ মুগ্ধতা আমার। "একদম আগের মত আছিস" - শোনার তীব্র আকাঙ্ক্ষা আমার শরীরের সকল প্রকোষ্ঠে ঝুলিয়ে দিয়েছে কঠোর নিয়মের নোটিশ। তারজন্যেই এত সব। রোজ ভোরে উঠে ইয়োগা - চিনি এড়িয়ে গ্রিনটি কিংবা হেলদি খাবারের মেন্যু খুঁজে বের করা সব আমিকেন্দ্রিক। নিজেকে আগের মত দেখতে ভালবাসি আমি। শোভনের অবশ্য সেসবে মাথাব্যথা নেই। শোভন ফেরেনি। বিজনেস ট্রিপে গেছে কক্সবাজার। আজকের রাতটা জেগে কাটাতে ইচ্ছে করছে। এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসলাম বারান্দায়। শোভন বলে আমাদের বারান্দা। কিন্তু আমি কেন যেন আমাদের বলতে পারি না। আমি শব্দটা আমাদের হতে গেলেই আমার ভেতরে আটকে পড়া মুমূর্ষু এক আমি চিৎকার করে ওঠে। আর মনে পড়ে প্রাচীন পাথরের মত বাড়তে থাকা পুরনো কোন বিকেল...
মৃত্যুর শীতলতাও ভালো পাথর হৃদয়ের সান্নিধ্য থেকে। যখন মিথ্যে ভিত গেড়ে বসে সত্য সেখানে ভাড়াটিয়া। সত্য মিথ্যে নিয়ে বেশি উচ্চবাচ্য করলে সেটা হয়ে যায় ভাড়া কাটানোর ফন্দি। অন্যের কষ্টের কারণ হবার চেয়ে আনন্দের কারণ হওয়ার চেষ্টা করা উচিত।
Read all reviews on the Boitoi app
'ভালো' না পড়ে 'ভাল' পড়তে প্রতিবার অস্বস্তি লেগেছে। মোটের উপরে বইটি ভালো লেগেছে।
একতরফা ভালোবাসার ফল কখনও ভালো হয় না, তা আবার দেখা গেল। আর তুতুলের ভুল সময়ে ভুল জায়গায় উপস্থিত থাকার মূল্য অনেক বেশিই দিতে হলো অর্পাকে। মুনীরা কায়ছান বরাবরই সুন্দর লিখেন। ওনার ছোট গল্পগুলো চমৎকার। এই গল্পও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর ঝরঝরে লেখা।
বহুদিন পর মনে হচ্ছে খুব মনোযোগ দিয়ে একটানা একটা গল্প পড়ে শেষ করলাম, যে গল্পের চরিত্র গুলো মন খারাপ করা৷ "আজ বেয়াল্লিশের মাঝবয়েসী নারী আমি ক্লাসের সবচেয়ে মনোযোগী ছাত্রীর মত পৃথিবীর শ্রেষ্ঠ স্বামীর জন্যে কফি বানালাম" কী সুন্দর নাহ কথাগুলো, পুরো গল্পটাই অদ্ভুত সুন্দর ❤️
খুব ভাল লেগেছে। ত্রপা আসলেই বেঁচে গেছে। আর তুতুল ভুল মানুষের জন্য জীবনের দীর্ঘ একটা সময় নষ্ট করলো। আমার মনে হয় তুতুলদের মতো মেয়েরা এতো চমৎকার একজন সঙ্গী ডিসার্ভ করে না। ছোট গল্প কিন্তু অনেক লম্বা একটা সময় ধরা হয়েছে। মুনিরা আপু ছোট গল্প খুব ভালো লিখেন।
বাহ্! কী ভীষণ সুন্দর!
খুব ভালো লেগেছে। লেখনশৈলী, শব্দচয়ন সবকিছু ছিল মুগ্ধ হওয়ার মতো।