কপার স্ক্রলে উল্লিখিত আছে হাজার কোটি টাকা দামের গুপ্তধন। গুরুত্বপূর্ণ ব্যাপার হল, এসব স্ক্রলে কোনো সাহিত্যকর্ম নেই, বরং আছে একটি তালিকা! কী? গুপ্তধনের সন্ধান পাওয়া শুরু করলেন বুঝি? তাহলে আরও পিলে চমকানো খবর আসছে। কপার স্ক্রলে আছে ৬৪টি জায়গার নাম, যার মাঝে ৬৩টি জায়গাতেই উল্লেখ করা হয়েছে স্বর্ণ ও রূপা থাকার কথা। সেটাও আমাদের পরিচিত ভরির হিসেবে নয়, একেবারে টনের হিসেবে! এছাড়াও উল্লেখ আছে মূল্যবান রত্ন, জার ভর্তি মুদ্রা ও পুরোহিতদের পোশাক থাকার কথা। কপার স্ক্রলে যে পরিমাণ সম্পদের কথা উল্লেখ করা আছে, সেগুলোর মোট ভর প্রায় ৪,৬০০ ট্যালেন্ট। ট্যালেন্ট হলো ভর পরিমাপের প্রাচীন একটি একক। Talent of Gold = ৫০ kg সব মিলিয়ে বোঝাই যাচ্ছে যে, কপার স্ক্রলে উল্লিখিত জায়গাগুলোতে মোট সম্পদের পরিমাণ হাজার কোটি টাকারও বেশি! বেরিয়ে পড়বে নাকি এর সন্ধানে? কারণ আজও এর সন্ধান পায়নি কেউই। তোমার ভাগ্য সহায় হলে পেয়ে যেতেও পারো।