চর্যাপদ একটি শিল্প। তাই এর রয়েছে সুপ্রতিষ্ঠিত নন্দন ও ব্যাকরণতত্ত্ব। চর্যাপদের পদকর্তাগণ ছিলেন সুন্দর ও সত্যের সাধক। তাই তাদের পদের পরতে পরতে রয়েছে সুন্দর ও সত্যের বার্তা। প্রতিটি পদের ভাব-ভাবনা-বিষয়-অনুসঙ্গ, অর্থ, সংকল্প, মমতা, প্রেম, ভবিষ্যৎচিন্তা, মানবিকগুণ- সব বিষয়ের মধ্যেই প্রকাশ পেয়েছে নন্দন। আবার প্রকাশকে যুক্তিগ্রাহ্য, সুন্দর, অর্থময় এবং শৃঙ্খলাবদ্ধ করতে প্রয়োজন হয় ব্যাকরণের। চর্যাপদ যে নন্দন ও ব্যাকরণ দ্বারা সুপ্রতিষ্ঠিত তার প্রমাণ রয়েছে।