গভীর রাতে ক্যাম্পে ফিরছে একদল ভারতীয় সেনা। হঠাৎ গেরিলা আক্রমণ গ্রাস করে নিলো পুরো দলকে। গুলিতে বা পায়ের হাড় বিপজ্জনকভাবে বেরিয়ে গেলেও— বেঁচে গেল মায়ুঙ্ক। তার কানে বাজলো এক নারীকণ্ঠের আর্তনাদ। একই হামলায় ভয়ানক আহত হয়ে গাছের সাথে হেলান দিয়ে বসে আছে কাশ্মীরি মেয়ে জয়া। সহকর্মীদের হারানো আহত মায়ুঙ্ক প্রতিজ্ঞা করল, আজ রাতে আর কাউকে মরতে হবে না। তাই দুজনের দুটো অক্ষত পা এক হয়ে টেনে নিয়ে যেতে শুরু করল দুজনকে। জয়া তার শত্রুর সাহায্যে এগিয়ে যেতে শুরু করলো নিজ গ্রামের দিকে। তার মনে ভারতীয় সেনাবাহিনীর প্রতি ক্ষোভ। অন্যদিকে মায়ুঙ্কের মনে স্বাধীনতাকামীদের প্রতি প্রতিশোধের আগুন জ্বলছে দাউদাউ করে। দুজন শত্রুর একে অপরকে বাঁচানোর প্রচেষ্টারত সময়ে তাদের মধ্যকার কথোপকথন বদলে দেয় দুজনের মানসিকতাকে। এক দুর্লভ চেতনা এবং মানবপ্রাণকে মূল্যায়নের দৃষ্টিভঙ্গি তাদের সামনে উঠে এলো নতুনভাবে। যুক্তির পিঠে যুক্তির তলোয়ারের আঘাতে জেগে উঠলো সুবিমল বোধ ও মুক্তিপথের ঠিকানা।
ভালো লেগেছে
Read all reviews on the Boitoi app