আমি যখন করাচিতে ছিলাম, তখন একদিন দশ-বারোজন লোক এল। মাদরাসায় পরীক্ষা চলছিল। হলে আমি পরীক্ষা তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছিলাম। আমার দুজন সহকর্মী এসে বলল, কয়েকজন লোক এসেছেন; তারা আপনার সাথে দেখা করতে চান। আমি তাদের নিয়ে বসে পড়লাম। সব কজনই শিক্ষিত মানুষ কেউ প্রফেসর, কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ উকিল। লোকগুলোর ভাবসাবই ছিল আলাদা। আলোচনা শুরু হলো।