বিশ্বের সর্বত্ত আজ মানবতা বিপন্ন এবং অপ্রতিরোধ্য গতিতে মানবাধিকার লঙ্গিত হচ্ছে। দেশে দেশে কোটি কোটি নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ মানবেতর জীবন-যাপন করছে। গুম, খুন, বিচার-বহির্ভুত হত্যা এবং রাজনৈতিক হিংস্রতা ও প্রতিহিংসার আগুনে পুড়ে মানবাধিকার ভুলুন্ঠিত হচ্ছে। ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে সমগ্র মানবজাতি একই পরিবারের (আদম-হওয়ার) সন্তান। আল্লাহর আদেশ-নিষেধ মেনে একজন মানুষ শ্রেষ্ঠ, সম্মানিত ও মানবিক মানুষ হয়ে উঠতে পারে। নবীজি মোহাম্মদ (সা:) ছিলেন সর্ব কালের সর্বশ্রেষ্ঠ মানবিক মহামানব । তাঁর শিক্ষা ও জীবনাদর্শ অনুসরণ করে মানুষে মানুষে হিংসা, বিদ্বেষ, নিষ্ঠূরতা, বর্বরতা, প্রতারণা ও বঞ্চনাকে চিরতরে বিদায় দিয়ে যে কেউ শ্রেষ্ঠ নৈতিক ও মানবিক মানুষে পরিণত হতে পারে।