নোঙর! নৌকাকে জলের মধ্যে বেঁধে রাখার এক ভারি বস্তু বিশেষ। "নোঙর" বইটি জীবন সংসারের প্রতীক হিসেবে ধরা হয়েছে। বইটির প্রতিজন কবি-লেখক সহজ সরলতার মধ্যে দিয়ে তাঁদের লেখনী দ্বারা জীবনের লুকায়িত সত্যকে তুলে ধরার চেষ্টা করেছেন। তাঁদের গল্প-কবিতার মাধ্যমে বুঝাতে চেয়েছেন, মানুষের জীবনকেও নৌকোর মত বেঁধে রাখা যায়। নোঙরের মতোই মানুষের জীবন সম্পর্ক ও দায়িত্ববোধে বাঁধা। যারা ভাবুক, সৃষ্টিশীল, রোমান্টিক মানুষ; তারা জীবনের সমস্ত বন্ধন কাটিয়ে বাস্তব থেকে অনেক দূরে চলে যেতে চান। কিন্তু নোঙররূপ জীবনের বন্ধন তাদের ইচ্ছে পূরণের প্রধান অন্তরায়। জীবনের সীমাবদ্ধতা থেকে কেউ কখনো বেরিয়ে যেতে পারে না। তাই জীবনটা নোঙরে বাঁধা পড়া এক নৌকা।