ছুটির দিন। মিরকাত আলীর ঘুম ভাঙল সকাল আটটায়। দেয়ালে ঘড়ির দিকে তাকিয়ে তার ভালো লাগল। অফিস ডে হলে এখনই তাকে ওয়াশরুমে দৌড় দিতে হত। সে আবার চোখ বুজল। কিন্তু চোখে ঘুম এল না। অনভ্যাস। চাকরি জীবনে প্রবেশ করার পর আটটার পরে ঘুমানোর অভ্যাস নষ্ট হয়ে গেছে। মিরকাত আলী কিছু সময় এপাশ-ওপাশ করল। তাতেও আরাম পেল না। স্ত্রীকে এক কাপ চা দিতে বলল।