গভীর রাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় সুখীর। এক ভয়ানক স্বপ্ন। vস্বপ্ন দেখে চিৎকার করে উঠে সে। চোখমুখের অবস্থা কেমন ভয়াবহ। শরীর দিয়ে চিকন ঘাম বেরিয়ে আসছে। মাথার উপর পুল স্পিডে ফ্যান ঘুরছে। ফ্যানের বাতাসও সুখীকে ঠাণ্ডা করতে পারছে না। ঘেমে একাকার হয়ে গেছে পুরো শরীর। কিছুই ভাবতে পারছে না সুখী। কোথা থেকে যেন কান্নার শব্দ বেরিয়ে আসছে। সুখী স্বাভাবিক হয়ে বুঝার চেষ্টা করে হ্যালুসিনেশন হচ্ছে কি-না। কিন্তু না, কিছুক্ষণ পর মনে হয় হ্যালুসিনেশন হচ্ছে না। ভেতরের রুম থেকে মায়ের কান্নার শব্দ শোনা যাচ্ছে। মায়ের সাথে সাথে দাদুমনিও কাঁদছেন। সুখীর পাগুলো অবশ হয়ে আসে। কি করবে! কোনোভাবেই উঠে দাঁড়াতে পারছে না। কোনোরকমে হাতরিয়ে রুমের লাইট অন করে। কান্নার রোল বেড়ে যাচ্ছে...!
সপ্তম শ্রেণীতে পড়ুয়া কিশোরী সুখীর জীবনে ঘটে যায় এমন কিছু ঘটনা যা তার জীবনের গতিপথ পালটে দেয়। তার প্রিয় দুজন মানুষ তার জীবন থেকে চলে যায়, সেখানে অভিভাবক হিসেবে উদয় অন্য একজনের, যাকে সে ইতিপূর্বে কখনো দেখেনি। তবে সেসব ঘটনা-দূর্ঘটনা তার জীবনের মূল লক্ষ্যে কোনো প্রভাবই ফেলতে পারেনি। উদ্যমী সুখী তার বাবার আশীর্বাদ ও অদম্য চেষ্টায় তার জন্মভূমি পাহাড়া এলাকাকে অনেক দূর এগিয়ে নিয়েছে।
Read all reviews on the Boitoi app